বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Toy train derailed: ফের লাইনচ্যুত টয় ট্রেন, কার্শিয়াংয়ে জাতীয় সড়কে প্রবল যানজট

Toy train derailed: ফের লাইনচ্যুত টয় ট্রেন, কার্শিয়াংয়ে জাতীয় সড়কে প্রবল যানজট

কার্শিয়াংয়ের কাছে লাইনচ্যুত হয় টয় ট্রেন (টুইটার)

এই দুর্ঘটনার ফলে স্বাভাবিক টয় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। তাছাড়া জাতীয় সড়কের মাঝে এই দুর্ঘটনা হওয়ায় যানচলাচল সাময়িক ভাবে ব্যাহত হয়।

ফের লাইনচ্যুত টয় ট্রেন। কার্শিয়াংয়ে গথেলস সাইডিং-এ টয় ট্রেনটি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কেউ আহত হননি। একটি ডিজেল ইঞ্জিন স্টিম ইঞ্জিনকে টেনে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে অনুমান, বৃষ্টির কারণে টয় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

রেল সূত্রে খবর, দার্জিলিং থেকে তিঙ্গারিয়া ওয়ার্কশপে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। বেলা ১২টা নাগাদ লাইনচ্যুত হয় ট্রেনটি।

এই দুর্ঘটনার ফলে স্বাভাবিক টয় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। তাছাড়া জাতীয় সড়কের মাঝে এই দুর্ঘটনা হওয়ায় যানচলাচল সাময়িক ভাবে ব্যাহত হয়। ১১০ নম্বর জাতীয় সড়কের মাঝে যেহেতু দুর্ঘটনা হয়, তাই ওই এলাকায় প্রবল যানজট তৈরি হয়। সড়কের একদিকে কাজ চলার ফলে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। যানজটের ফলে যাঁরা ট্রেন ধরতে যাচ্ছিলেন তাঁদের অসুবিধার মধ্যে পড়তে হয়। গত কয়েকদিন ধরে পাহাড়ে টানা বৃষ্টি হচ্ছে। সে কারণেও এই দুর্ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পডুন: দাম বাড়ল একধাক্কায়! তবেই কলকাতার ঘরে ফিরল স্টার, জি, সোনির চ্যানেল

এর আগেও বৃষ্টি-সহ নানা কারণে পাহাড়ে একাধিকবার টয় ট্রেন লাইনচ্যুত হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিঙের উদ্দেশে রওনা দেয় টয় ট্রেন। আবার দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ট্রেনটি রওনা দেয় সকাল ৯টা নাগাদ।

বন্ধ করুন