বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Asansol road accident: ছেলের বিয়ে দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবার, আহত ২ মামা

Asansol road accident: ছেলের বিয়ে দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবার, আহত ২ মামা

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। নিজস্ব ছবি

বিয়ের জন্য বরযাত্রীর পক্ষ থেকে বেশ কয়েকটি স্করপিও গাড়ি ধানবাদ থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল। তারমধ্যে একটি গাড়ি আসানসোলের কাল্লা মোরে পৌঁছানো মাত্রই দুর্ঘটনার কবলে পড়ে। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা ডিভাইডারে ধাক্কা মারে ওই স্করপিও গাড়িটি। ঘটনায় গাড়িটি উলটে যায়। 

মর্মান্তিক দুর্ঘটনা! বিয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। ছেলের বিয়ে দিতে গিয়ে মৃত্যু হল বাবার। এছাড়াও মৃত্যু হয়েছে গাড়ি চালকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কাল্লা মোড়ের কাছে। বরযাত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁরা বরের মামা। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের জন্য বরযাত্রীর পক্ষ থেকে বেশ কয়েকটি স্করপিও গাড়ি ধানবাদ থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল। তারমধ্যে একটি গাড়ি আসানসোলের কাল্লা মোরে পৌঁছানো মাত্রই দুর্ঘটনার কবলে পড়ে। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা ডিভাইডারে ধাক্কা মারে ওই স্করপিও গাড়িটি। ঘটনায় গাড়িটি উলটে যায়। ওই গাড়িতে চারজন ছিলেন। তাঁরা সকলেই অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ৪ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে বরের বাবা এবং চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুজনের অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে। ওই হাসপাতালেই তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরের নাম অরবিন্দ পাণ্ডে এবং তাঁর বাবার নাম অনিল পাণ্ডে। তাঁরা ধানবাদের বাসিন্দা। নিহত গাড়ি চালকের নাম সন্তোষ বিশ্বকর্মা। আহত দুজন হলেন বরের মামা শশীভূষণ পাণ্ডে এবং বলদেব পাণ্ডে। তবে দুর্ঘটনার পরে অবশ্য বিয়ে বন্ধ হয়নি। জানা গিয়েছে, তড়িঘড়ি বিয়ে সম্পন্ন করা হয়। এরপর রাতেই পরিবারের লোকজন ধানবাদে ফিরে আসেন। এই ঘটনায় পাণ্ডে পরিবারে শোকের ছায়া নেমেছে। গাড়ি চালকের ভাই সন্দীপকুমার বিশ্বকর্মা। তিনি জানান, ‘পুলিশের কাছে আমরা দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসি। সেখানে জানতে পারি দাদা বেঁচে নেই।’ তিনি জানান, পিছন থেকে একটি ট্রাক ওই স্করপিওতে ধাক্কা মারে। এরপর স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফলে গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় গাড়িটির গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। এই গতিতে থাকার পরেও ট্রাক কীভাবে ওই স্করপিওতে পিছন থেকে ধাক্কা মারল তা খতিয়ে দেখছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score