এবার অনলাইনেও দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক পরীক্ষার্থীরা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (bangla.hindustantimes.com) থেকে নিজের প্রাপ্ত নম্বর জানতে পারবে। তাছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।
কীভাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলায়’ মাধ্যমিকের (Madhyamik Results 2022) ফলাফল দেখা যাবে?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (bangla.hindustantimes.com) সাইটে আসতে হবে।
২) মাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। সিকিউরিটি কোড দিতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রেখে দিতে হবে।
হিন্দুস্তান টাইমস বাংলায় মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - এখানে ক্লিক করুন।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট (WB Class 10th Results 2022) দেখতে পাবেন?
১) wbbse.wb.gov.in বা wbresults.nic.in সাইটে যেতে হবে।
২) 'WBBSE class 10th Results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা
এবার মাধ্যমিক মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। যা রেকর্ড। এবার যেখানে ছাত্রের সংখ্যা ছিল প্রায় ৫ লাখ ৫৯ হাজার, সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ২০২০ সালে (অফলাইনেই মাধ্যমিক হয়েছিল) অবশ্য পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম ছিল। সেই বছর মোট ১০ লাখ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষা দিয়েছিল। ছাত্রের সংখ্যা ছিল ৪ লাখ ৩৭ হাজারের মতো। ৫ লাখ ৭৬ হাজার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
এবার পরীক্ষার্থীরা কবে মার্কশিট পাবেন?
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। সকাল ১০ টার আগে সেটা সম্ভব হবে না বলে জানিয়েছে পর্ষদ। সেদিনই পড়ুয়াদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস
১৯৫১ সালে মধ্যশিক্ষা পর্ষদ তৈরি করা হয়। ১৯৫০ সালের পশ্চিমবঙ্গের শিক্ষা আইনের আওতায় তৈরি করা হয় পর্ষদ। তবে সেইসময় নাম ছিল 'বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন' (Board of Secondary Education)। পর্ষদের প্রথম চেয়ারম্যান অপূর্বকুমার চন্দ। ১৯৬৪ সালে পর্ষদের নাম পালটে হয় 'ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন' (West Bengal Board of Secondary Education)। ১৯৬৩ সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা আইনের আওতায় সেই পরিবর্তন হয়েছিল। তারপর পর্ষদের চেয়ারম্যান হয়েছিলেন জে সি সেনগুপ্ত। এখন মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) চেয়ারম্যান হলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবেন তিনি।