ঝঞ্ঝার কাঁটা দূর করে ফের শীত বঙ্গে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে জাঁকিয়ে ঠান্ডা পড়বে রাজ্যে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা পুরোপুরি চলে যায়নি বলেই জানাল হাওয়া অফিস। এই আবহে আগামী দশদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশে কখনও পরিষ্কার থাকলেও মাঝে মাঝেই নামতে পারে বৃষ্টি। তবে আগামী অন্তত তিনদিন শীতের আমেজ বজায় থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণে এই পাঁচদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে আজ এবং আগামিকাল হালকা বৃষ্টি হতে পারে। ঝঞ্ঝার জেরে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। শুক্রবার ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও দিনভর রোদ থাকবে। বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমবে। এই আবহে ২৮ থেকে ৩০ জানুয়ারি উত্তর এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। কলকাতা এবং আশপাশের তাপমাত্রা ফের ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এরপর অবশ্য উত্তর-পশ্চিম ভারতে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখা যাবে রাজ্যে। তার জেরে রাজ্যের তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে তাপমাত্রার ঊর্ধ্বমুখী যাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সিকিম এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪ ও ৫ ফেব্রুয়ারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। ফলে সরস্বতী পুজোয় বৃষ্টি হতে পারে।