বাংলা নিউজ > বাংলার মুখ > School: প্রতিবছর হবে 'সমাবর্তন', নতুন ক্লাসে মিলবে চকলেট, গাইডলাইন যাচ্ছে স্কুলে

School: প্রতিবছর হবে 'সমাবর্তন', নতুন ক্লাসে মিলবে চকলেট, গাইডলাইন যাচ্ছে স্কুলে

নতুন ক্লাসে স্বাগত জানানো হবে চকলেট দিয়ে। (নিজস্ব চিত্র)

এক ক্লাস থেকে অন্য অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের দেওয়া হবে বিশেষ সম্মান। এর জন্য স্কুলগুলিতে চালু করা হবে 'স্নাতক সমাবর্তন'-এর আদলে বিশেষ অনুষ্ঠান। যে অনুষ্ঠানে পড়ুয়াদের সম্মান জানানো হবে।

পড়ুয়াদের কাছে স্কুলকে আরও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এক ক্লাস থেকে অন্য অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের দেওয়া হবে বিশেষ সম্মান। এর জন্য স্কুলগুলিতে চালু করা হবে 'স্নাতক সমাবর্তন'-এর আদলে বিশেষ অনুষ্ঠান। যে অনুষ্ঠানে পড়ুয়াদের সম্মান জানানো হবে। প্রতি বছর ২ জানুয়ারিতে এই সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নিউজ ১৮ বাংলা। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী কালীপুজোর ছটি শেষ হলেই এই নিয়ে একটি গাইডলাইন রাজ্যের স্কুলগুলিতে পাঠাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ।

এই গাইডলাইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি বা তার পরের কোনও দিন এই সমাবর্তন অনুষ্ঠান করতে হবে। ক্লাস টিচার চকলেট বা মিষ্টি দিয়ে পডুয়াদের তাঁর ক্লাসে স্বাগত জানাবেন। সব নবাগত পড়ুয়ারা ক্লাস টিচারকে তাঁদের পরিচয় জানাবেন।

এ ছাড়া গাইডলাইনে আরও বলা হয়েছে, প্রধান শিক্ষক স্কুলে ইতিহাস, মিড ডে মিল, পোশাক, স্কুলব্যাগ, জুতো ইত্যাদি যে রাজ্য সরকার দিচ্ছেন তা বলবেন। স্কুলের একটি নির্দিষ্ট এলাকায় ফটো কর্নারে পড়ুয়াদের ছবি জন্ম তারিখ-সহ লাগাতে হবে। প্রধান শিক্ষককে স্বাক্ষর করা একটি চিঠি প্রত্যেক পড়ুয়াকে দিতে হবে। ক্লাস ও অন্যান্য ক্ষেত্রের মনিটর এই সময়েই নির্দিষ্ট করতে হবে। সম্মান জানানোর সমগ্র অনুষ্ঠানটি প্রত্যেক বছর বুকলেট আকারে প্রকাশ করতে হবে।

এই ধরনের রীতি বেসরকারি স্কুলগুলি বা বিদেশ স্কলে লক্ষ্য করা যায়। এ বার রাজ্য সরকার তা সরকারি স্কুলে প্রয়োগ করতে চাইছে। শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায়, মূলত 'স্কুল ছুট' কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পড়ুয়াদের স্কলের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়বে।

বন্ধ করুন