যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর পরে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বুদ্ধদেব সাউ। এখনও তাঁর দায়িত্ব পাওয়ার সময় এক মাসও হয়নি। তারইমধ্যে কাজে বাধা দেওয়া এবং অপমান করা হচ্ছে বলে অভিযোগ তুললেন উপাচার্য। তাঁর অভিযোগ, পড়ুয়া এবং শিক্ষকদের একাংশ তাঁকে কাজে বাধা দিচ্ছেন। এমনকী ক্যাম্পাস অপমান করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন। তিনি কলা বিভাগের ছাত্র সংগঠন আফসুর বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন: খুনের হুমকি পেয়ে ইস্তফা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু
উপাচার্যের দাবি, ওই ছাত্ররা তাঁকে অপমান করছেন। এবিষয়ে তিনি নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। তবে শিক্ষক এবং পড়ুয়াদের একাংশের অভিযোগ, বুদ্ধদেব বাবু নিজের খেয়াল খুশি মতো ক্যাম্পাস পরিচালনা করছেন। তিনি ক্যাম্পাস সম্পর্কে খোঁজ খবর রাখছেন না। একইসঙ্গে আফসুর তরফে উপাচার্যকে কাজে বাধা দেওয়া এবং অপমান করার অভিযোগ অস্বীকার করা হয়েছে। পালটা উপাচার্যের বিরুদ্ধে পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তুলেছে আফসু। তাদের হুঁশিয়ারি, উপাচার্য এরকম দুর্ব্যবহার চালাতে থাকলে আগামী দিনে তাঁকে ছাত্রদের আন্দোলনের মুখে পড়তে হবে।
একটি বাংলা সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার শিক্ষক সংগঠন জুটা বুদ্ধদেব বাবুকে একটি দাবিপত্র দিয়েছিল। সেখানে তারা দীর্ঘদিন ধরে ইসি ও ওয়ার্কিং কমিটির বৈঠক না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই বৈঠক না হওয়ার ফলে বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন ও যন্ত্রপাতি সারানোর জন্য সরকারি টাকা ফান্ডে আসলেও তা ফিরে যাওয়ার আশঙ্কা করছে সংগঠন। তাদের আরও অভিযোগ, সম্প্রতি
বিশ্ববিদ্যালয় এসে বৈঠক করেছে ইউজিসি। তাদের সামনেই সহ উপাচার্যকে ইসি কমিটির এক সদস্য অপমান করেছেন বলে অভিযোগ। যদিও উপাচার্য জানান, কেউ যদি অপমানিত হলে তাঁর প্রতিবাদ করা উচিত ছিল। অবশ্য জুটা দাবি করেছে, বৈঠকে এর প্রতিবাদ করেছিলেন একটি বিভাগের ডিন। তারপরেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ জুটার। প্রসঙ্গত, যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার পরে খবরের শিরোনামে ছিল এই বিশ্ববিদ্যালয়। উপাচার্য চাইছেন বর্তমান সমস্যাগুলির সমাধান করতে। অন্যদিকে, শিক্ষকদের একাংশ চাইছেন পুরনো সমস্যার সমাধান করতে। কিন্তু, উপাচার্য মনে করেন বর্তমান সমস্যার সমাধান করার আগে প্রয়োজন। যদিও জুটার দাবি, সেই সমস্যাগুলিরও সমাধান প্রয়োজন। তাদের আরও অভিযোগ, বিভিন্ন বিভাগে বরাদ্দ হওয়া অর্থ ঠিকমতো খরচ হচ্ছে না। সে বিষয়গুলিও আলোচনা করার প্রয়োজন রয়েছে।