HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Arpita Mukherjee: বেআইনি নির্মাণের উপর বাগান অর্পিতার! ভাঙা হয়নি দমকলের নির্দেশেও, চলছে টানাপোড়েন

Arpita Mukherjee: বেআইনি নির্মাণের উপর বাগান অর্পিতার! ভাঙা হয়নি দমকলের নির্দেশেও, চলছে টানাপোড়েন

Arpita Mukherjee: টালিগঞ্জ এলাকার ডায়মন্ড সিটি সাউথ আবাসনের একটি বেআইনি নির্মাণের উপর অর্পিতা মুখোপাধ্যায়ের বাগান আছে। যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল দমকল। তবে তা এখনও ভাঙা হয়নি। ওই বেআইনি নির্মাণের ফলে বড়সড় বিপদের সম্ভাবনাও আছে।

অর্পিতা মুখোপাধ্যায়ের সেই বাগান (বাঁদিকে)। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস এবং ইনস্টাগ্রাম)

বেআইনি নির্মাণের উপর দাঁড়িয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের বাগান। মাসছয়েক আগে ডায়মন্ড সিটি সাউথ আবাসন পরিদর্শনের সময় সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল দমকল বিভাগ। তাতে কোনও লাভ হয়নি। ভাঙা হয়নি বেআইনি নির্মাণ। দমকলের সেই চিঠি হাতে এল হিন্দুস্তান টাইমসের। 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতি মামলায় গত ২৩ জুলাই টালিগঞ্জ এলাকার ডায়মন্ড সিটি সাউথ আবাসনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ সহযোগী' অর্পিতার ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ২১.৯ কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই আবাসনের টাওয়ার টু'র ওয়ান-এ ফ্ল্যাট থেকে ৭০ লাখ টাকা মূল্যের গয়না এবং ৫৪ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছিল। অভিযানের সময় অর্পিতার ফ্ল্যাটের একটি খোলা বাগানও নজরে এসেছিল ইডি আধিকারিকদের। 

সেই বাগানের তথ্য এবার সামনে এসেছে। হিন্দুস্তান টাইমসের হাতে আসা চিঠি অনুযায়ী, চলতি বছর অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শনের পর গত ১৫ মার্চ ডায়মন্ড সিটি সাউথ রেসিডেন্টস অ্যাসোসিয়েশনকে তা পাঠানো হয়েছিল। তাতে দমকল বিভাগের ডিরেক্টর জেনারেলের কার্যালয়ের তরফে জানানো হয়েছিল, যে ছাউনির উপর অর্পিতার বাগান আছে, তা আদতে অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় ফাঁকা জায়গা (কোনওভাবে আগুন লাগলে উদ্ধারকাজ, দমকলের গাড়ি চলাচলের মতো কাজের জন্য সাধারণত সেই জায়গা রাখা হয়) অবরুদ্ধ করে দিয়েছে। চিঠিতে বলা হয়েছিল, 'এই চিঠি জারির ছ'মাসের মধ্যে আশ্রয়স্থানের নিচে (ফাঁকা জায়গা) গড়ে তোলা গাড়ির ছাউনি ভেঙে ফেলতে হবে।'

আরও পড়ুন: Arpita Mukherjee: জেলের রুটি খাবার মতো নয়, আইনজীবীদের কাছে অভিযোগ অর্পিতার 

ডায়মন্ড সিটি সাউথ আবাসনের বাসিন্দাদের দাবি, ডায়মন্ড গ্রুপের তরফে সেই গাড়ির ছাউনি তৈরি করা হয়েছিল। যা পরবর্তীতে আবাসনের মালিকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। নাম গোপন রাখার শর্তে ডায়মন্ড সিটি সাউথ রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেছেন, 'যখন ডায়মন্ড গ্রুপের তরফে রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের হাতে আবাসনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, তখন গাড়ির ছাউনি ছিল। আমরা এখন দোটানায় পড়েছি। অন্যান্য গাড়ির ছাউনি অস্থায়ী কাঠামোর উপর নির্মাণ করা হলেও অর্পিতার মুখোপাধ্যায়ের বাগানটি ঢালাই করা একটি স্থায়ী কাঠামোর উপর গড়ে তোলা হয়েছে।' সেইসঙ্গে তিনি দাবি করছেন, কোনও গাড়ির ছাউনিতে গাড়ি রাখতেন না অর্পিতা। আন্ডারগ্রাউন্ড গ্যারেজে গাড়ি রাখতেন পার্থের 'ঘনিষ্ঠ সহযোগী'। 

যদিও ডায়মন্ড গ্রুপের দাবি, বছরদশেক আগে আবাসন তৈরি করা হয়েছিল, তখন কোনওরকম বেআইনি কাঠামো খাড়া করা হয়নি। ডায়মন্ড গ্রুপের মালিক অমরনাথ শ্রফ হিন্দুস্তান টাইমসকে বলেছেন, 'আমরা অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে কোনও কাজ করিনি। কয়েক বছর আগে আইনি পথেই  ডায়মন্ড সিটি সাউথ রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের হাতে (আবাসনের) রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।' 

বেআইনি কাঠামো নিয়ে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু দাবি করেছেন, ডায়মন্ড গ্রুপের তরফে রেসিডেন্টস অ্যাসোসিয়েশনকে যে চিঠি পাঠানো হয়েছিল, তা দেখেননি তিনি। তবে আবাসনের বাসিন্দারা চাইলে দমকলের ডিরেক্টর জেনারেলের সঙ্গে দেখা করতে পারেন। তিনি বলেন, 'আমি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে পারব না। কারণ আমি সেই নির্দেশ দেখিনি। আমি যতদূর জানি, তাতে বাসিন্দারা কখনও ফাঁকা জায়গা নিয়ে অভিযোগ করেননি। তাঁরা (দমকলের) ডিরেক্টর জেনারেলের সঙ্গে দেখা করতে পারেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন।'

আরও পড়ুন: Partha Chatterjee and Arpita Mukherjee: জেলে চিকেন স্যুপের আবদার অর্পিতার, বিড় বিড় করে কী বললেন পার্থ?: রিপোর্ট 

উল্লেখ্য, ২৩ জুলাই অর্পিতার ফ্ল্যাট থেকে ২১.৯ কোটি টাকা উদ্ধারের পরদিনই পার্থের 'ঘনিষ্ঠ সহযোগীকে' গ্রেফতার করে ইডি। ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে নগদ ২৭.৯ কোটি টাকা উদ্ধার করা হয়। সঙ্গে সোনা এবং একাধিক মূল্যবান সামগ্রী উদ্ধার করে ইডি। সপ্তাহদুয়েক ইডির হেফাজতে থাকার পর আপাতত অর্পিতা এবং পার্থ দু'জনেই জেলে আছেন। 

বাংলার মুখ খবর

Latest News

'হিংসায় মদত খোদ মমতার', নির্বাচন কমিশনে নালিশ করলেন অশ্বিনী বৈষ্ণবরা আকাশে কালো মেঘের আনাগোনা! জোড়া ফলায় মে মাসের শুরুতেই ভারী বৃষ্টি বহু জায়গায় ‘চাকরি খেয়ে নিচ্ছেন’! হাইকোর্টে বিকাশকে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের ISL-এ ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে গোল করা দিয়ামানতাকোসকে চাইছেন কুয়াদ্রাত ভোট চলাকালীন প্রিসাইডিং অফিসারকে চড়, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার বিজেপি নেতা ‘‌১০ হাজার মতুয়া সিএএ’‌তে আবেদন করেছেন’‌, দাবি শান্তনুর, পাল্টা খোঁচা বিশ্বজিতের এবার বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, মালদায় তীব্র আলোড়ন আমদাবাদে পৌঁছে গেলেন নির্বাচকপ্রধান, জয় শাহর সিলমোহর পেলেই বিশ্বকাপের দল ঘোষণা! উচ্চমাধ্যমিকের সায়েন্সে ৯% কমল পাশের হার, ঝাড়খণ্ডে ৩ বিভাগেই প্রথম হলেন মেয়েরা পান্নুন কাণ্ডে RAW এজেন্টের নামে বিস্ফোরক দাবি ওয়াশিংটন পোস্টের, পালটা জবাব ভারত

Latest IPL News

IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে IPL 2024- অভিষেকের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি, কেকেআর তারকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো এই ব্যর্থতা ব্যাটিং ইউনিটের, কেকেআরের কাছে হেরে বোলারদের আড়াল করলেন ঋষভ পন্ত ইডেনে সৌরভকে চমকে দিয়ে চুমু শাহরুখের, দুই কিংবদন্তির খুনসুটিতে গৌণ হল হার-জিত ইডেনে IPL-এর এক মরশুমে সব থেকে বেশি রান, সৌরভের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সল্ট আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.