বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Ayan Mondal and GF's Many Lovers: 'অয়নের ৫ প্রেমিকা ছিল' দাবি করা বান্ধবীরও ৪ প্রেমিক, খুনের রাতে বাড়িতে আসে ২!

Ayan Mondal and GF's Many Lovers: 'অয়নের ৫ প্রেমিকা ছিল' দাবি করা বান্ধবীরও ৪ প্রেমিক, খুনের রাতে বাড়িতে আসে ২!

মৃত অয়ন মণ্ডল 

অয়ন মণ্ডল খুনের রহস্যের জট যতই ছাড়ানো হচ্ছে, ততই যেন আরও ঘনীভূত হচ্ছে রহস্য। বেরিয়ে আসছে আরও কেলেঙ্কারি। বান্ধবী যখন দাবি করছেন, অয়নের মোট পাঁচ প্রেমিকা ছিল, তখন পুলিশ জানতে পেরেছে অয়নের বান্ধবীরই আরও তিন প্রেমিক ছিল।

তাঁকে ছাড়া আরও তিন যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অয়নের বান্ধবীর। আর এই নিয়েই অয়নের সঙ্গে মনোমালিন্য হয়েছিল তাঁর বান্ধবীর। অয়ন মণ্ডল খুনের রহস্যের জট যতই ছাড়ানো হচ্ছে, ততই যেন আরও ঘনীভূত হচ্ছে রহস্য। বেরিয়ে আসছে আরও কেলেঙ্কারি। জানা গিয়েছে, খুনের কয়েক ঘণ্টা আগে প্রীতির বাড়িতে এসে উপস্থিত হয়েছিল তার ‘অন্য প্রেমিক’।

তদন্তে নেমে পুলিশ অফিসাররা জানতে পারেন, অয়নের পাশাপাশি আরও তিনজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন প্রীতি। তিন প্রেমিকের সঙ্গেই তিনি নিয়মিত ফোনালাপ এবং মেলামেশা করতেন। প্রীতির বাড়িতেও ছিল তাঁদের অবাধ যাতায়াত। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অয়ন। দু’জনের ঝগড়া হয়েছিল এই নিয়ে। এদিকে সেদিন অয়নের বান্ধবীর ‘অন্য প্রেমিকে’র সঙ্গে অয়নের ঝামেলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ অয়নের এক বন্ধু দাবি করেন, দশমীর রাতে অয়নের সঙ্গে ফোনে কথা হলে অয়ন তাঁকে বলেছিল যে বান্ধবীর এক বন্ধুর সঙ্গে তাঁর ঝামেলা হচ্ছে। অয়নের বান্ধবীর সেই বন্ধুটি খুনের বিষয়ে কী তথ‌্য জানত, তা জানতে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে অয়নের বান্ধবীর মায়ের দাবি, তাঁর মেয়ে যখনই হোস্টেল থেকে বাড়িতে ফিরত, তখনই অয়ন তাঁকে সহবাসের জন‌্য চাপ দিত। আর তা না করলেই অশ্লীল ভিডিয়ো ও ছবি ফাঁসের হুমকি দিত অয়ন। জেরায় পুলিশের কাছে এই একই দাবি করেছিলেন অয়নের বান্ধবী। ধৃত বান্ধবী দাবি করেছে যে, অয়ন তাঁকে সম্পর্ক তৈরি করতে বাধ‌্য করত। আর সেই মুহূর্তগুলি ক্যামেরা বন্দি করে রাখত। তাঁর আরও দাবি, এভাবে অয়ন আরও অন্তত চারজন বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। সেই যুবতীদের নামও পুলিশকে জানিয়েছে অয়নের বান্ধবী। পুলিশ সেই যুবতীদের জিজ্ঞাসাবাদ করছে।

বন্ধ করুন