বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মিছিল শুরুর আগেই ধরপাকড়, ABVP-র কর্মসূচি ঘিরে করুণাময়ীতে ধুন্ধুমার

মিছিল শুরুর আগেই ধরপাকড়, ABVP-র কর্মসূচি ঘিরে করুণাময়ীতে ধুন্ধুমার

বুধবার করুণাময়ীতে ABVP-র মিছিলে পুলিশের হামলা।

সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এদিন করুণাময়ীতে জমায়েত করার কিছুক্ষণের মধ্যে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। টেনে হিঁচড়ে কর্মীদের তোলা হয় প্রিজন ভ্যানে। এর মধ্যে দুপক্ষের ব্যাপক ধস্তাধস্তি হয়।

ফের বিধাননগরের করুণাময়ীতে বিরোধীদের কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে। বুধবার ABVP-র মিছিল শুরু হওয়ার আগেই টেনে হিঁচড়ে সমর্থকদের প্রিজন ভ্যানে তোলেন পুলিশকর্মীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে SSC-র সদর দফতর আচার্য সদন ঘেরাওয়ের কর্মসূচি ছিল ABVP-র।

সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এদিন করুণাময়ীতে জমায়েত করার কিছুক্ষণের মধ্যে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। টেনে হিঁচড়ে কর্মীদের তোলা হয় প্রিজন ভ্যানে। এর মধ্যে দুপক্ষের ব্যাপক ধস্তাধস্তি হয়।

কেষ্টর বাড়িতে ডাক্তার পাঠিয়ে বিপাকে বোলপুর হাসপাতালের সুপার, ডাকতে পারে CBI?

পুলিশের দাবি, ABVP-র কর্মসূচির অনুমতি ছিল না। কাজের দিন করুণাময়ীর মতো ব্যস্ত জায়গায় কর্মসূচি পালন হলে সাধারণ মানুষের সমস্যা হতে পারত। তাই দ্রুত পদক্ষেপ করেছে তারা।

এবারই প্রথম নয়, করুণাময়ীতে বিরোধীদের একের পর এক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বাম – কংগ্রেস হোক বা বিজেপি, কর্মসূচি শুরুর আগেই সংগঠনের কর্মীদের আটক বা গ্রেফতার করেছে পুলিশ। বিরোধীদের দাবি, রাজ্যে বিরোধীদের মুখ বন্ধ করে গণতন্ত্রকে খুন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বন্ধ করুন