বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > B‌JP Report: বঙ্গ–বিজেপিতে ভাঙন কেন?‌ সুমনের ফুলবদলে রিপোর্ট তলব করল শীর্ষ নেতৃত্ব

B‌JP Report: বঙ্গ–বিজেপিতে ভাঙন কেন?‌ সুমনের ফুলবদলে রিপোর্ট তলব করল শীর্ষ নেতৃত্ব

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সুমন কাঞ্জিলাল

খড়্গপুর (সদর) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দলবদল ঘিরে বহুদিন ধরে জল্পনা চলছে। আসলে প্রদীপের তলায় ঘন অন্ধকার। বিজেপির পরিষদীয় পরিসরে এই অব্যবস্থা চলতে থাকলে অনেকেই লোকসভার আগে পতাকা বদল করবেন বলে দাবি সংশ্লিষ্ট বিধায়কদের। এই নিয়ে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় নেতারা। তাতে আরও চাপে পড়ে গিয়েছে বিজেপি।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বঙ্গ–বিজেপির অন্দরে হাড়হিম করা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। কারণ একের পর এক গেরুয়া বিধায়কের উইকেট পতন। রবিবারই উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সুমন কাঞ্জিলালকে নিয়ে মোট ছয় বিধায়ক ‘সিঙ্গল ফুল’ ছেড়ে ‘জোড়া ফুল’ ধরলেন। একুশের নির্বাচনে ৭৭টি আসনে জয় পেলেও এখন বিজেপির বিধায়ক সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৬৯। এবার কেন এই ভাঙন?‌ সেটা জানতে চেয়ে বঙ্গ–বিজেপির রিপোর্ট তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব।

এই দলবদলের পরেই বঙ্গ–বিজেপির পিলার নড়ে গিয়েছে। তাই রাজ্য পার্টির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, এতে দলে তেমন কোনও প্রভাব পড়বে না। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে সুমনবাবুকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছেন। তাঁর দাবি, আলিপুরদুয়ারের বিধায়ককে মানুষের কাছে ব্যাখ্যা দিতে হবে। এসব কথা বললেও পরিষদীয় পরিসরে ক্রমেই দুর্বল হচ্ছে পদ্মপার্টি তা বলার অপেক্ষা রাখে না। দল ছেড়ে যাওয়া বিধায়কদের দাবি, তাঁদের প্রকৃত সম্মান দেওয়া হয় না। হাতে গোনা কিছু বিধায়ক, যাঁরা পার্টির বেশকিছু সংগঠনিক পদে রয়েছেন, তাঁদের নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে। সেখানে বিরোধী দলনেতা তাঁদের নিয়েই মেতে থাকেন। সুমন কাঞ্জিলালের দল ছাড়ার কারণ এটাই।

এদিকে শুভেন্দুর টুইটের পাল্টা টুইট করে তাঁকে ধুয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ‘‌সুমন কাঞ্জিলালকে মানুষের দরবারে জবাব দেওয়ার কথা বলার আগে, আপনি নিজের ঘরের দিকে তাকান। নিজের বাবা আর ভাইকে দেখুন। স্বীকার করে নিন যে বিজেপির উপর নিজেদের দলের বিধায়কদেরই কোনও ভরসা নেই।’‌ পাল্টা শুভেন্দুকেও বিশ্বাসঘাতক বলে তুলোধনা করেছেন কুণাল।

অন্যদিকে, খড়্গপুর (সদর) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দলবদল ঘিরে বহুদিন ধরে জল্পনা চলছে। আসলে প্রদীপের তলায় ঘন অন্ধকার। বিজেপির পরিষদীয় পরিসরে এই অব্যবস্থা চলতে থাকলে অনেকেই লোকসভার আগে পতাকা বদল করবেন বলে দাবি সংশ্লিষ্ট বিধায়কদের। এই নিয়ে এবার রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় নেতারা। তাতে আরও চাপে পড়ে গিয়েছে বিজেপি। সাতদিনের মধ্যে এই দলবদলের রিপোর্ট পেশ করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। নামপ্রকাশে অনিচ্ছুক এক আদি বিজেপি নেতা বলেন, ‘‌এই ফুল বদলের একমাত্র কারণ শুভেন্দু অধিকারী। তাঁর অত্যাচারে এবং ব্যবহারে অতিষ্ট হয়ে দল ছাড়ছেন সবাই। এই সংখ্যা আরও নামবে। তার আগে ওকে সরিয়ে দেওয়া উচিত। না হলে অস্তিত্ব সংকট তৈরি হবে।’‌

বাংলার মুখ খবর

Latest News

ঘূর্ণাবর্তের দোসর বঙ্গোপসাগরের বাতাস, ফের শনির দশা লাগবে বাংলায়, হবে ভারী বৃষ্টি বিচ্ছেদের খবর ‘ভুয়ো’! প্রথমবার প্রকাশ্য়ে দীপিকার বেবিবাম্প, বউয়ের হাত ধরে রণবীর কবে উচ্চমাধ্যমিকের মার্কশিট পাবেন? HT বাংলায় দেখুন রেজাল্ট! লাগবে না ৫ সেকেন্ডও গান্ধীর চোখে 'জাতির মহাপ্রহরী', বঙ্কিমের নয়নের মণি ছিলেন রবীন্দ্রনাথ কেন প্রতিবছর পালন করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস? জেনে নিন, এই রোগ হলে কী হয় ৩ দফায় ভোট হল ২৮৩ আসনে; হাফটাইমে সম্ভাব্য ফল নিয়ে উঠছে দাবি, পালটা দাবি ‘‌‌প্রধানমন্ত্রী মিথ্যার মহামারী ছড়াচ্ছেন’‌, রামমন্দির নিয়ে মোদীকে ঠুকলেন জয়রাম খিদের জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে ঢুকল গজরাজ, সাবড়ে দিল মিড–ডে মিলের খাবার শান্তি কক্ষে শান্তির খোঁজ করল না কেউ, কোনও অভিযোগ এল না পিস রুমে, চাপে রাজ্যপাল IPL 2024: কমলা টুপির দৌড়ে ভেসে উঠলেন সঞ্জু, বদলাল না বেগুনি টুপির রেসের ছবি

Latest IPL News

IPL 2024: কমলা টুপির দৌড়ে ভেসে উঠলেন সঞ্জু, বদলাল না বেগুনি টুপির রেসের ছবি আউট ছিলেন সঞ্জু? ফের তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক, শতরান মিস RR অধিনায়কের খারাপ আম্পায়ারিং নাকি অন্য কিছু! কী জন্য DC-র কাছে হারল RR? কারণ জানালেন সঞ্জু সঞ্জু আউট হতে এটা কী করলেন DC-র কর্ণধার পার্থ জিন্দাল! উঠেছে বিতর্কের ঝড় মায়ের জন্মদিনে গ্যালারিতে বসে বাবার খেলা উপভোগ করল বুমরাহ অতিথি ছোট্ট অঙ্গদ মুম্বইচা রাজা রোহিত শর্মা- ওয়াংখেড়েতে স্লোগান দিয়ে ভাইরাল ম্যাথু হেডেন কন্যা সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.