
BJP দাঙ্গা বাধাতে চাইছে, বাংলার মানুষের একটা সহ্যের সীমা রয়েছে, হুঁশিয়ারি মমতার
১ মিনিটে পড়ুন . Updated: 12 May 2020, 05:27 PM IST- এদিন মমতা বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও একদল হিন্দু- মুসলমান করছে। দাঙ্গা লাগানোর জন্য টুইটারে নানা রকম ছেড়ে দিচ্ছে।
করোনা পরিস্থিতির মধ্যেই নবান্নে সাংবাদিক বৈঠক করে নাম না করে বিজেপিকে বিঁধলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে বিজেপি। সঙ্গে তিনি বলেন, এটা বিভেদ করার সময় নয়।
এদিন মমতা বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও একদল হিন্দু- মুসলমান করছে। দাঙ্গা লাগানোর জন্য টুইটারে নানা রকম ছেড়ে দিচ্ছে। মমতা বলেন, হিন্দুর গায়ে লাগলেও আমার লাগে। মুসলমানের গায়ে লাগলেও আমার লাগে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন ভেঙে যারা দাঙ্গা করেছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ করা হবে। কাউকে রেয়াত করা হবে না।
বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, নির্বাচনের তো এখনো ১ বছর দেরি। এত তাড়াতাড়ি দাঙ্গা বাধানোর কী আছে? সঙ্গে তাঁর হুশিয়ারি, বাংলার মানুষের একটা সহ্যের সীমা রয়েছে।