বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > WB Recruitment Scam: CBI এর আগে CID কাজ শেষ করে ফেলবে মনে হচ্ছে: বিচারপতি বিশ্বজিৎ বসু

WB Recruitment Scam: CBI এর আগে CID কাজ শেষ করে ফেলবে মনে হচ্ছে: বিচারপতি বিশ্বজিৎ বসু

কলকাতা হাইকোর্ট। (PTI File Photo) (HT_PRINT)

জাল নথি দিয়ে চাকরি পাওয়ার দুর্নীতির CID তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করল আদালত। 

মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতির CID তদন্তে সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মামলায় গত শুনানিতে সিআইডিকে তীব্র ভর্ৎসনা করেছিলেন তিনি। তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট হয়ে এবার সিআইডির সঙ্গে সিবিআইয়ের তুলনা করলেন তিনি।

গোঠা হাইস্কুলে ভুয়ো নথি দিয়ে চাকরিতে যোগদানের মামলায় এদিন বিচারপতি সিআইডির আইনজীবীকে প্রশ্ন করেন, ‘আর যারা জাল নথি জমা দিয়ে চাকরি পেয়েছেন তাঁদের কি চিহ্নিত করা গিয়েছে?’ জবাবে সিআইডির আইনজীবী বলেন, ‘হ্যাঁ, চিহ্নিত করা গিয়েছে।’ তখন বিচারপতি প্রশ্ন করেন, ‘তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি?’ জবাবে সিআইডির তরফে জানানো হয়, ‘না, নথি পরীক্ষার কাজ চলছে।’ এর পর বিচারপতি বলেন, ‘মনে হচ্ছে সিআইডি সিবিআইয়ের আগে লক্ষ্যে পৌঁছে যাবে। জেলা বিদ্যালয় পরিদর্শককে বলুন এই শিক্ষকদের ওপর নজর রাখতে।’

এই মামলার গত শুনানিতে সিআইডির তরফে কারা তদন্তের দায়িত্বে রয়েছেন তার তালিকা চেয়ে পাঠান বিচারপতি বসু। এমনকী তদন্তকারী দলের সমস্ত সদস্যকে আদালতে ডেকে পাঠান তিনি। তদন্তকারী দলের প্রধানকে প্রশ্ন করেন, আপনি কী মনে করছেন, থালায় করে আপনাকে নথি সাজিয়ে দিয়ে আসা হবে? তদন্ত এভাবে এগোলে তিনি এই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার ব্যাপারে বিবেচনা করবেন বলেও জানিয়েছিলেন বিচারপতি বসু।

মুর্শিদাবাদের সুতির গোঠা হাই স্কুলে জাল নথি জমা দিয়ে চাকরি পান অনিমেষ তিওয়ারি নামে এক যুবক। তাঁর বাবা আশিস তিওয়ারি ওই স্কুলেরই প্রধান শিক্ষক। এই ঘটনার কথা জানিয়ে আদালতে মামলা দায়ের করেন এক চাকরিপ্রার্থী। এর পরই কেঁচো খুড়তে বেরিয়ে পড়ে কেউটে। জানা যায়, জাল নথি জমা দিয়ে এরকম আরও অনেকে চাকরি করছেন। এর পরই এই দুর্নীতির সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত।

 

বন্ধ করুন