বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Migrant worker case: ১২ বছরেও পরিযায়ী শ্রমিকের তথ্য নেই! হাইকোর্টে কান লাল হল তৃণমূল সরকারের

Migrant worker case: ১২ বছরেও পরিযায়ী শ্রমিকের তথ্য নেই! হাইকোর্টে কান লাল হল তৃণমূল সরকারের

কলকাতা হাইকোর্ট।

পরিযায়ী শ্রমিক সংক্রান্ত বিষয়ে রাজ্যের কাছে কোনও তথ্য নেই। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। তিনি দাবি করেন, কোভিডের সময় যখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর তোরজোর চলেছে সেই সময় কতজন পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে সেই তথ্য দিতে পারেনি সরকার।

রুটিরুজির তাগিদে ভিন রাজ্যে বা বিদেশে গিয়ে কাজ করেন বাংলার বহু শ্রমিক। রাজ্যে এই ধরনের পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে হলফনামা দিয়ে এই তথ্য জানাতে বলা হয়েছে। একইসঙ্গে ১২ বছরে কেন পরিযায়ী শ্রমিক সংক্রান্ত সঠিক তথ্য রাজ্যের কাছে নেই, সে বিষয়টিও জানাতে বলেছে কলকাতা হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

পরিযায়ী শ্রমিক সংক্রান্ত বিষয়ে রাজ্যের কাছে কোনও তথ্য নেই। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিশ্বজিৎ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তিনি দাবি করেন, কোভিড পরিস্থিতির সময় যখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর তোড়জোড় চলেছে সেই সময় এই রাজ্যের কতজন পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছেন, সেই সংক্রান্ত তথ্য দিতে পারেনি সরকার। তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে চার সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত তথ্য হলফনামা দিয়ে জানাতে বলেছে।

আদালতে তিনি অভিযোগ করেন, ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু, সেই তথ্য রাজ্য দিতে পারেনি, শুধু তাই নয় কোভিড পরিস্থিতির সময় যখন সমস্ত রাজ্য শ্রমিকদের ফিরিয়ে আনছিল সেই সময়ও পশ্চিমবঙ্গ সরকার কোনও তথ্য দিতে পারেনি। এরপর মামলাকারী কত বছর একটি আরটিআই করেন। তাতে তিনি জানতে পারেন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত কোনও তথ্য নেই। আলাদা করে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করেনি রাজ্য সরকার।

প্রসঙ্গত, ভারতে পরিযায়ী শ্রমিক নিয়ে সমস্যা প্রবল হয়েছিল কোভিড অতিমারীর সময়। ওই সময় যখন দেশজুড়ে লকডাউন চলছিল তখন একে একে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটেই ঘরে ফিরতে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। অনেকেই আবার সপরিবারে হেঁটে বাড়ি ফিরেছিলেন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.