২১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করার অনুমতি পেল ISF. তবে ১০০০-এর বেশি মানুষ জড়ো করতে পারবে না তারা। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সঙ্গে আরও একগুচ্ছ শর্ত দিয়েছে আদালত।
এদিন মামলার রায় দিতে গিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ২১ জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে পারবে ISF. তবে তারা ১০০০ এর বেশি লোক জড়ো করতে পারবে না। ব্যবহার করতে পারবে না ২০টির বেশি গাড়ি। মঞ্চের দৈর্ঘ্য ২০ ফুটের বেশি হবে না। সভা থেকে কোনও প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। নিয়োগ করতে হবে পর্যান্ত ভলান্টিয়ার।
আদালত নির্দেশে আরও জানিয়েছে, দুপুর ২টো ৩০ মিনিট থেকে ৪টের মধ্যে সভার কাজ শেষ করতে হবে। সভার ভিডিয়োগ্রাফি করতে ISF ও পুলিশ ২ পক্ষই। সেই ভিডিয়োগ্রাফি সংরক্ষণ করতে হবে। এছাড়া ওই দিন কলকাতায় ভিন্টেজ কার ব়্যালি রয়েছে। সেই ব়্যালির জন্য রাস্তা ছেড়ে রাখতে হবে।
এদিনও আদালতে গত বছর ২১ জানুয়ারির কথা মনে করিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন রাজ্যের আইনজীবী। মনে করান, কীভাবে সেদিন ধর্মতলার ওয়াই চ্যানেলের সামনে হিংসা ছড়িয়েছিল। এবারও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
২১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল ISF. পুলিশ সেই আবেদন খারিজ করে দিলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা।