আইনের ওপরে ভরসা রয়েছে তাঁর। তাই গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রীদের নিয়ে সিদ্ধান্ত নেবে আদালতই। সোমবার প্রায় ৬ ঘণ্টা সিবিআই দফতরে ধরনা দিয়ে বেরিয়ে এমনটাই জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালে ফিরহাদ-সুব্রতদের গ্রেফতারির পর নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা। বেলা ১১টা নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআইয়ের ডিআইজির দফতরের সামনে অবস্থানে বসেন তিনি। তাঁর দাবি ছিল, বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে ফিরহাদ-সুব্রতদের। তাই গ্রেফতার করতে হবে তাঁকেও।
প্রায় ৬ ঘণ্টা নিজাম প্যালেসে কাটিয়ে বিকেল ৪.৩০ মিনিট নাগাদ নিজাম প্যালেস থেকে বেরোন তিনি। ততক্ষণে ধৃত তৃণমূলের মন্ত্রীদের আদালতে জামিনের শুনানি শেষ হয়ে গিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘যা সিদ্ধান্ত নেওয়ার আদালত নেবে।’ নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজাম প্যালেস থেকে বেরনোর সময় আরেক প্রস্ত উত্তেজনা ছড়ায়। গাড়িতে বসেই দলীয় কর্মীদের হাত নেড়ে আশ্বস্ত করেন তিনি।