হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তাঁর পরিবার। তাঁদের দাবি, সিআইডি তদন্তে নানা অসঙ্গতি রয়েছে। যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিআইডি। তাই তাঁরা চাইছেন, কলকাতা হাইকোর্ট এই রায় পুনর্বিবেচনা করে সিবিআই তদন্তের নির্দেশ দিক। এই আর্জি জানিয়ে বিচারপতি রাজশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছেন আনিসের পরিবার।
আরও পড়ুন: তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই, বলছেন আনিস খানের বাবা সালেম
গতবছর ছাত্র নেতার মৃত্যুর ঘটনার পরেই তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি ছিল, রাজ্য পুলিশের হাতে নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়। তাই সিবিআইকে তদন্তভার দেওয়া হোক। সেই আর্জি জানিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছিলেন এই ঘটনায় এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই। এরপর তিনি সিআইডির হাতেই তদন্তভার তুলে দেন।
তবে সম্প্রতি সিআইডি ছাত্র নেতার মৃত্যুর মামলায় একটি চার্জশিট পেশ করেছে, যা ঘিরে বিস্তর অসঙ্গতির অভিযোগ তুলেছে পরিবার।তাঁদের অভিযোগ, সিআইডি তদন্তে একাধিক ত্রুটি রয়েছে। সেই কারণে তাঁরা রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।আগামী ১ ডিসেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গতবছরের ১৮ ফেব্রুয়ারি রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল আনিসের। তাঁর বাড়িতে পুলিশ গিয়েছিল। সেই সময় বাড়ির তিনতলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনায় আনিসের খুনের অভিযোগে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সে ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল পরিবার। তাঁদের সেই অভিযোগকে সমর্থন জানিয়ে আন্দোলনে সামিল হয়েছিল বামপন্থী সহ অন্যান্য বিরোধীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তদন্তের জন্য একটি সিট গঠন করেছিলেন। কিন্তু তাতে আস্থা রাখতে পারেননি আনিসের পরিবারের সদস্যরা। শেষে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু সিআইডির উপরেই আস্থা রাখে হাইকোর্ট। আগামী দিনে হাইকোর্ট কী নির্দেশ দেয় সেটাই দেখার।