বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dakhineswar Temple: কল্পতরু উৎসবে ব্যাপক ভক্ত সমাগম দক্ষিণেশ্বরে, কেমন নিরাপত্তা বেষ্টনি রাখা হয়েছে?

Dakhineswar Temple: কল্পতরু উৎসবে ব্যাপক ভক্ত সমাগম দক্ষিণেশ্বরে, কেমন নিরাপত্তা বেষ্টনি রাখা হয়েছে?

দক্ষিণেশ্বরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।

মঙ্গলারতি বা দীপারতি দিয়ে দিনের শুরু হয়েছে। এরপর রীতি মেনে মায়ের পুজো শুরু হয়েছে। বছরের প্রথমদিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়ে এসেছেন ভক্তরা। প্রচুর ভক্ত সমাগম হবে বলে আগেই আশা করেছিলেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ, বছরের প্রথম দিন দক্ষিণেশ্বরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস৷ কথিত আছে, কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন—‘তোমাদের চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথমদিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব৷ এই পুণ্যভূমিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বর মন্দিরেও। এবারও এই দুই মহাতীর্থে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশীপুর রামকৃষ্ণ মহাশ্মশানেও সাড়ম্বরে পালিত হবে কল্পতরু উৎসব। এই মহাশ্মশানে ঠাকুরের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়েছিল। তাই বিশেষ দিনে আজ প্রচুর ভক্তদের সমাগম হয়েছে।

এদিকে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে। মঙ্গলারতি বা দীপারতি দিয়ে দিনের শুরু হয়েছে। এরপর রীতি মেনে মায়ের পুজো শুরু হয়েছে। বছরের প্রথমদিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়ে এসেছেন ভক্তরা। প্রচুর ভক্ত সমাগম হবে বলে আগেই আশা করেছিলেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। তাই মাঝে অন্নভোগের সময়টুকু বাদ দিলে ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে শ্রীরামকৃষ্ণের ঘরে বিশেষ হোম, পুজো, অন্নভোগ, সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। ঠাকুরের বিশেষ পছন্দ জিলিপিও দেওয়া হয়েছে। মা ভবতারিণীর পুজো হচ্ছে নিয়ম মেনে। তবে মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক কুশল চৌধুরী বলেন, ‘‌মেট্রো রেল এবং জলপথ পরিবহণ চালু হওয়ায় অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে ভক্ত সমাগম। তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তবে ভক্তদের কোভিড বিধি মেনে মাস্ক পরার জন্য অনুরোধ করছি।’‌

কেমন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে?‌ এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে মন্দির চত্বরে। আছে উইনার্স টিমও। ভক্তরা যাতে সুষ্ঠুভাবে লাইন দিয়ে পুজো দিতে পারেন, তার জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। ভক্তদের ঢোকা এবং বের হওয়ার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তৈরি করা হয়েছে পুলিশ সহায়তা বুথ। মন্দিরের সমস্ত পয়েন্টে পর্যাপ্ত পুলিস মোতায়েন আছে। গঙ্গায় স্নান করার জন্য ভক্তদের ব্যাপক ভিড় হওয়ায় সেখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

বন্ধ করুন