বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এমন নোংরা জানলে রাজনীতিতে আসতাম না! মশা মারতেও ভয় পাই, বিস্ফোরক মমতা

এমন নোংরা জানলে রাজনীতিতে আসতাম না! মশা মারতেও ভয় পাই, বিস্ফোরক মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী(ANI Photo) (Shyamal Maitra)

মমতা বলেন, আমাকে সেটিং করার জন্য় অনেকে বসে থাকেন। আমি সেটিং করতে পারিনি বলেই তো মাথা থেকে পা, চোখ থেকে ব্রেন এমন কোনও জায়গা নেই যে মারেনি।

সমাজসেবা করার জন্য রাজনীতিতে এসেছি। এরকম নোংরা রাজনীতি দেখলে আগেই রাজনীতি ছেড়ে দিতাম। এরকম নিকৃষ্ট জানলে রাজনীতিতে আসতাম না। ভাবেন স্বার্থের জন্য বসে থাকি? আগেও পদ ছেড়ে দিয়েছি। আমি তো চিরকাল বাঁচব না। বিস্ফোরক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এর সঙ্গে মমতার সংযোজন, জেনেশুনে কোনও অন্যায় করিনি। 

আমরা কারোর খাইও না, পরিও না। আমি একটা মশাও মারতে ভয় পাই। ডেড বডির ছবি দেখতেও ভয় পাই। হাইকোর্টে আমাদের চোর ডাকাত না বলে… ববি তো এখন মেয়র হয়েছে, জল জমলে হাঁটু জলে দাঁড়িয়ে থাকে। বিকাশবাবুদের বলছি আপনাদের আমলে কীভাবে বার্থ সার্টিফিকেট দেওয়া হত? দাবি মমতার।

তিনি বলেন,  লেবু কচলাতে কচলাতে কিন্তু তেঁতো হয়। আমার পরিবারকে নোটিশ করলে আমি আইনত লড়ব। কিন্তু এখানেও বিজেপি নাক গলাচ্ছে। তবে আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। 

আমি দিল্লি গিয়েছিলাম প্রাপ্য চাইতে। সেটিং করতে যাইনি।

আমাকে সেটিং করার জন্য় অনেকে বসে থাকেন। আমি সেটিং করতে পারিনি বলেই তো মাথা থেকে পা, চোখ থেকে ব্রেন এমন কোনও জায়গা নেই যে মারেনি। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনারা আমাদের পরিবারের সব হিসেব চাইছেন। আমরা সব হিসেব তো দিই। যাদের রঙ কয়লা তারাই বেশি কয়লা কয়লা করে। কেন সামলাতে পারেন না। সিআইএসএফ, বিএসএফ তো দায়িত্বে। বিচার ব্যবস্থাই শেষ জায়গা। সেটা বিশ্বাস করি বলেই আজও বলি সেই জায়গাটা যেন ফুরিয়ে না যায়।

আমি একটু আউটস্পোকেন। আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কেন চ্যানেলে দেখালেন আমার স্থাবর, অস্থাবর নাকি গভর্নমেন্টের জায়গায় বসে আছে! যদি আপনারা তদন্ত করে দেখেন আমরা কোনও জমি দেখেন সরকারের থেকে নিয়েছি তবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিন। অনুমতি নেওয়ার দরকার নেই। কার্যত বিস্ফোরক মমতা।

বন্ধ করুন
Live Score