বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ব্যারাকপুরের সেনা ক্যাম্পে পাকিস্তানের দুই নাগরিক, সিআইডিকে নির্দেশ বিচারপতির

ব্যারাকপুরের সেনা ক্যাম্পে পাকিস্তানের দুই নাগরিক, সিআইডিকে নির্দেশ বিচারপতির

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই মামলায় সিবিআইকে পার্টি করার নির্দেশ দিয়েছেন। এমনকী পরিস্থিতি বেগতিক বুঝে ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং এবং মিলিটারি পুলিশকেও মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছেন। সিআইডি’‌র কাছে রিপোর্টও তলব করেছেন বিচারপতি।

এতদিন অভিযোগ ছিল ভারতীয় সেনাবাহিনীর ভিতরে পাকিস্তানের হানিট্র‌্যাপ কাজ করছে। তার জেরে দেশের খবর প্রতিবেশী পাকিস্তানের হাতে চলে যাচ্ছে। এবার সামনে এল মারাত্মক ঘটনা। ভারতীয় সেনাবাহিনীতে পাকিস্তানের নাগরিক কাজ করছে বলে অভিযোগ। এই অভিযোগ এবার শুনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তাতে তিনি বিস্তর আশঙ্কা প্রকাশ করেছেন। তাই অবিলম্বে সিআইডি–কে এই অভিযোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জনৈক এক ব্যক্তি বিষ্ণু চৌধুরী এই অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে চোখ কপালে ওঠে বিচারপতির।

এমন অভিযোগ যে উঠতে পারে তা বিচারপতি কল্পনাও করতে পারেননি। তবে তাঁর সামনে যখন এই তথ্য রাখা হয় তখন তিনি রীতিমতো চমকে ওঠেন। আর স্তম্ভিত হয়ে পড়েন। একে তো পাকিস্তানি নাগরিক। তাও আবার ভারতীয় সেনাবাহিনীতে। এমনকী সেটার খোঁজ মিলছে খোদ পশ্চিমবঙ্গে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই ভারতীয় সেনাবাহিনীতে লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে বিচারপতির সামনে অভিযোগ তোলা হয়। এই ঘটনায় গোটা কলকাতা হাইকোর্টে ঢি ঢি পড়ে যায়। তখন বিচারপতি মান্থা সিআইডি’‌র কাছে এই বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেন।

তারপর ঠিক কী ঘটল?‌ এদিকে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই মামলায় তিনি সিবিআইকে পার্টি করার নির্দেশ দিয়েছেন। এমনকী পরিস্থিতি বেগতিক বুঝে ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং এবং মিলিটারি পুলিশকেও মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছেন। সিআইডি’‌র কাছে রিপোর্টও তলব করেছেন বিচারপতি। খোদ ব্যারাকপুর সেনাবাহিনীর ক্যাম্পেই দুই পাক নাগরিক কাজ করছে বলে অভিযোগ করেছেন মামলাকারী ব্যক্তি বিষ্ণু চৌধুরী।

ঠিক কী বললেন বিচারপতি?‌ অন্যদিকে এই ঘটনায় বিচারপতি যারপরনাই অবাক হয়েছেন। ভরা এজলাসে তাঁর মন্তব্য, ‘‌এমনও হয়। আইএসআই ভারতীয় সেনাবাহিনীতে লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা এখানে কাজ করছে। এটা তো মারাত্মক অভিযোগ। দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই জড়িত থাকতে পারে। এই মামলায় কেন্দ্রীয় সরকার ও সিবিআইকে যুক্ত করতে হবে। ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং–কেও যুক্ত করা হবে।’‌ চাকরির নিয়োগ থেকে শুরু করে এখানে আসা—গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ ব্যাপার। তাই ২৬ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ বিশ্বকর্মা পুজোয় কারা লাকি? বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.