বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > স্বপ্নদীপের মৃত্যুতে রিপোর্ট তলব করল ইউজিসি, কেন্দ্রীয় অনুদান কি বন্ধ হতে পারে?‌

স্বপ্নদীপের মৃত্যুতে রিপোর্ট তলব করল ইউজিসি, কেন্দ্রীয় অনুদান কি বন্ধ হতে পারে?‌

ইউজিসি তদন্ত রিপোর্ট চাইল।

স্বপ্নদীপের মৃত্যুর পরে এখন নানা মহল থেকে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেছে যাতে আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়কে কোনও কেন্দ্রীয় অনুদান না দেওয়া হয়। সূত্রের খবর, একটি বিশেষজ্ঞ কমিটি এবং ইউজিসি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে নাকি অনুরোধ করেছে, যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্স–এর তকমা না পায়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে উঠেছে গোটা রাজ্য। এবার তা ছাড়িয়ে গেল। কারণ এবার ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট চাইল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবার তদন্ত রিপোর্ট দিতে হবে। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিনজন গ্রেফতার হয়েছে। তার মধ্যে একজন প্রাক্তনী। বাকি দু’‌জন পড়ুয়া। গোটা ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে এবার ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। সোমবারের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে।

এদিকে বছরের পর বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তালিকায় জ্বলজ্বল করেছে বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখন সেই বিশ্ববিদ্যালয়কেই ‘র‍্যাগিংয়ের আখড়া’ বলে চিহ্নিত করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় যাতে আর কোনওভাবেই কেন্দ্রীয় সরকারের কোনও আর্থিক অনুদান না পায় তার জন্য এখন উঠেপড়ে লেগেছে নানা মহল। কিছুদিন আগেই পরিকাঠামো–সহ গবেষণার জন্য টাকা চাওয়া হয়েছিল কেন্দ্রের কাছে। রাজ্য সরকার ইতিমধ্যেই নানা সাহায্য করেছে। আর্থিক অনুদান পর্যন্ত দিয়েছে এই বিশ্ববিদ্যালয়কে। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমন ঘটনা প্রকাশ্যে আসায় রাজ্যের নামও বদনাম হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ইউজিসি’‌র নির্দেশের চিঠি পেয়েই নড়েচড়ে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সোমবার এই ইস্যুতে দ্রুততার সঙ্গে বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন প্রশ্ন উঠছে, ইউজিসি যে গাইডলাইন নানা সময়ে পাঠায় সেটা কি মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়? যদি মানত তাহলে এমন র‌্যাগিংয়ের ঘটনা ঘটত না বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অনেক পড়ুয়া। চলতি বছরের এনআইআরএফ র‌্যাঙ্কিংয়েও দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেও এই বিশ্ববিদ্যালয়ের স্থান প্রথমে। দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সার্বিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের স্থান ত্রয়োদশে। ইঞ্জিনিয়ারিং বিভাগে দশম স্থান, ফার্মাসি বিভাগে অষ্টাদশ স্থান এবং গবেষণা ক্ষেত্রে ১৯তম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন:‌ দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল কলকাতা পুলিশ, থানাগুলিকে নির্দেশ দিল লালবাজার

আর কী জানা যাচ্ছে?‌ আগামীকাল সোমবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ইউজিসি’‌র পক্ষ থেকে। আবার এই ছাত্র মৃত্যুর ঘটনায় ইউজিসি টিম পাঠাতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বলে সূত্রের খবর। গোটা ঘটনার সরেজমিনে তদন্ত করে দেখতে চান তাঁরা। স্বপ্নদীপের মৃত্যুর পরে এখন নানা মহল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে সুপারিশ করেছে যাতে আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়কে কোনও কেন্দ্রীয় অনুদান না দেওয়া হয়। সূত্রের খবর, একটি বিশেষজ্ঞ কমিটি এবং ইউজিসি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে নাকি অনুরোধ করেছে, যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনওভাবেই ইনস্টিটিউট অফ এমিনেন্স–এর তকমা না পায়।

বন্ধ করুন