রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট ব্যাঙ্কশাল আদালতে পেশ করল অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রে খবর, সোমবার বিকেলে ব্যাঙ্কশাল আদালতে যে রিপোর্ট জমা দিয়ে হাসপাতালের তরফে জ্যোতিপ্রিয়র সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক বলে জানানো হয়েছে। তবে এদিনও জ্যোতিপ্রিয়র চিকিৎসা থেকে অব্যহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাদের আবেদন গ্রাহ্য করেনি আদালত।
গত ২৭ অক্টোবর থেকে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন জ্যোতিপ্রিয় মল্লিক। ভর্তি হওয়ার পর হলটার মনিটরিং থেকে MRI, CT স্ক্যান কোনও পরীক্ষাই বাদ দেননি চিকিৎসকরা। কিন্তু জ্যোতিপ্রিয়র শরীরে তেমন কোনও রোগ খুঁজে পাওয়া যায়নি। সোমবার বিকেলে তাঁকে ছুটি দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসার কথা মেডিক্যাল বোর্ডের। তার আগে আদালতে রিপোর্ট দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিল মোটের ওপর সুস্থ বালু। তবে তাঁর কিডনির সমস্যা ও সুগারের পথ্য নিয়মিত চালিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে।
ওদিকে এদিন বালুর চিকিৎসা থেকে অব্যহতি চেয়ে ফের ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয় কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাদের কোনও স্বস্তি দেয়নি আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, বালুর চিকিৎসা নিয়ে আগের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়। অ্যাপোলো থেকে ছাড়া পেলে বালুকে নিয়ে যেতে হবে কম্যান্ড হাসপাতালে। সেখানে মন্ত্রীকে পরীক্ষা করবে মেডিক্যাল বোর্ড। তার পর তাঁরা সিদ্ধান্ত নেবেন, আর কোনও চিকিৎসা প্রয়োজন কি না, না কি বালুকে ইডি হেফাজতে পাঠানো হবে।