আদালতের নির্দেশের পর রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে নিয়ে গেল ইডি। সোমবার রাত ১০টা নাগাদ ইডির আধিকারিকরা জ্যোতিপ্রিয়কে গাড়িতে করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান। পায়ে হেঁটেই গাড়িতে ওঠেন জ্যোতিপ্রিয়। দেখা যায়নি অসুস্থতা বা দুর্বলতার কোনও লক্ষণ।
আদালতের নির্দেশের পর সোমবার বিকেলে জ্যোতিপ্রিয়কে ছুটি দিয়ে দেয় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর রাত ৯টা নাগাদ হাসপাতালে পৌঁছন ইডি আধিকারিকরা। জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করেন তাঁরা। কিন্তু রাতেই জ্যোতিপ্রিয়কে ইডি হাসপাতাল থেকে নিয়ে যাবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়। জল্পনা শুরু হয় তাঁকে নিয়ে ইডি কোথায় যাবে তা নিয়েও।
রাত ১০ নাগাদ জ্যোতিপ্রিয়কে হাসপাতাল থেকে বার করে গাড়িতে তোলেন ইডির আধিকারিকরা। তখন জ্যোতিপ্রিয়র পরনে ছিল ঘিয়ে পাঞ্জাবি ও পাজামা। নিজের পায়ে গট গট করে হেঁটে গাড়িতে ওঠেন জ্যোতিপ্রিয়। দেখা যায়নি অসুস্থতার কোনও লক্ষণ। গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।
হাসপাতাল ছেড়ে বেরোয় ইডির গাড়ি। ততক্ষণে প্রস্তুতি শুরু হয়ে যায় সিজিও কমপ্লেক্সের সামনে। বোঝা যায় কম্যান্ড হাসপাতাল নয়, ইডির গন্তব্য সিজিও কমপ্লেক্স। ১০ মিনিটের মধ্যে সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়কে নিয়ে পৌঁছে যান ইডির গোয়েন্দারা। সেখানেও গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে লিফটে ওঠেন জ্যোতিপ্রিয়। এখানেও এড়িয়ে যান সাংবাদিকদের প্রশ্ন।
সোমবার ব্যাঙ্কশাল আদালতে জ্যোতিপ্রিয়র মেডিক্যাল রিপোর্ট জমা দেয় হাসপাতাল। তার পর মেডিক্যাল বোর্ড তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও একগুচ্ছ নিয়ম মানতে হবে জ্যোতিপ্রিয়কে। সঙ্গে নিয়মিত খেতে হবে বেশ কিছু ওষুধ। আদালতের নির্দেশ অনুসারে, সোমবার রাত থেকে শুরু হল জ্যোতিপ্রিয়র ইডি হেফাজত। তবে জিজ্ঞাসাবাদ শুরু হবে মঙ্গলবার থেকে।