মিছিল করার অনুমতি না পেয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়ল একটি শিক্ষক সংগঠন। কোনও অবস্থাতেই পুজোর ছুটির আগে এই মামলা আদালত শুনবে না বলে স্পষ্ট নির্দেশ দিলেন তিনি। সঙ্গে পুলিশকে বললেন, ভিড় নিয়ন্ত্রণে, লাঠি ও জলকামান ব্যবহার করুন।
বকেয়া ডিএসসহ একাধিক দাবিতে বিধাননগরে মিছিল করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। পুলিশ অনুমতি দিলে অস্বীকার করলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। সিঙ্গল বেঞ্চ তার রায়ে জানায়, মিছিল করার অনুমতি দেবে না আদালত। তবে জমায়েত করে বিক্ষোভ কর্মসূচি পালন করে স্মারকলিপি দিতে পারবে তারা।
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সংগঠনটি। দ্রুত মামলাটির শুনানির জন্য আদালতে আবেদন জানান তাদের আইনজীবী। এর পরই প্রধান বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তিনি।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘শিক্ষকদের আর পড়াতে হবে না। আপনারা রাস্তায় নেমে পড়ুন। রোজ শহরে ১৫টা করে মিছিল হচ্ছে। নিত্যযাত্রী থেকে ছাত্রছাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন। রাস্তায় অ্যাম্বুল্যান্স আটকে মানুষ মারা যাচ্ছে। তাতে আমাদের কোনও চিন্তা নেই। শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করে চিৎকার করব। কোনও অবস্থাতেই এই মামলার শুনানি পুজোর আগে সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ভিড় নিয়ন্ত্রণে লাঠি ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের যেন কোনও সমস্যা না হয় এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।