সদ্যই মুক্তি পেয়েছে পাশবালিশ। ইশা সাহা অভিনীত এই নতুন সিরিজটি দেখা যাচ্ছে জি ফাইভে। এখানে ইশার চরিত্রটির নাম আঁচল মল্লিক। এখানে পেশায় তিনি স্বাধীন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজ থেকে শুরু করে নিজের কেরিয়ারের বিষয়ে কী জানালেন অভিনেত্রী?
এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইশা জানিয়েছেন অভিনয় জগৎটা এমনই যেখানে চাইলেই কমফোর্ট জোনের বাইরে বেরোনো যায় না। অভিনেত্রীর কথায়, ‘সবসময় চাইলেই কমফোর্ট জোনের বাইরে বেরোনো যায় না। সেটার জন্য একটা ভালো চিত্রনাট্যের প্রয়োজন হয়। অভিনেতা হিসেবে আমার কাজ হল চিত্রনাট্যে থাকা আমার চরিত্রকে ফুটিয়ে তোলা। কিন্তু আমার মনে হয় এখানে নায়িকাদের চরিত্রদের নিয়ে কাটাছেঁড়া খুব কম হয়। চরিত্রে যদি ওঠাপড়া, শেড না থাকে তাহলে অভিনেতা সেটাকে ফুটিয়ে তুলবে কীভাবে? খুব চেনা জায়গা ছাড়া চ্যালেঞ্জিং কাজ তেমন হয় না।’
পরিচালনায় আসবেন কি ইশা?
আজকাল অনেক অভিনেতা, অভিনেত্রীরা অভিনয়ের পাশাপাশি পরিচালনায় হাত পাকাচ্ছেন। ইশার কি তেমন কোনও ইচ্ছে আছে? এই বিষয়ে তিনি জানিয়েছেন, তাঁর পরিচালনায় আসার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তাঁর কথায়, 'ওটা আমার কাজই নয়। আমি একজন অভিনেতা। ব্যাস।' তবে ইশা জানিয়েছেন তিনি কোন ধরনের চরিত্র করতে চান। অভিনেত্রীর কথায়, 'সুস্মিতা সেন অভিনীত আরিয়ার মতো কোনও চরিত্র পেলে সেটা আমার কাছে চ্যালেঞ্জিং হবে।' তবে অভিনেত্রী জানিয়েছেন তাঁর ভূত, বন্য জন্তু ইত্যাদিতে বেজায় ভয় রয়েছে। এমনকি তিনি ক্যামেরার সামনে সাবলীল হলেও স্টেজে ভয় পান।
আরও পড়ুন: মাত্র ১০০০ টাকা বাজেট! তাতেই অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং থিমে সেজে উঠল পাকিস্তানের কলেজের ফ্যাশন শো
ভূত নিয়ে কী বললেন ইশা?
স্টেজে ভয় পান, কিন্তু ভূতে ভয় পান কি ইশা? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ভূতে ভয় পান। এবার উত্তরবঙ্গে শ্যুটিং করতে গিয়ে ভৌতিক অভিজ্ঞতা না হলেও নানা ঘটনায় চমকে চমকে উঠেছেন তিনি। যেমন রাতবিরেতে গুলির শব্দ। পরে যদিও জানতে পেরেছেন সেটা বন্য জন্তু তাড়ানোর জন্য গুলি চালানো হয়েছিল।