কোভিডের কারণে আয় কমেছে কলকাতা পুরসভার। একাধিক বিভাগে পর্যাপ্ত রাজস্ব আদায় হচ্ছে না। এনিয়ে চিন্তার ভাঁজ পড়েছে পুরসভা কর্তৃপক্ষের কপালে। সেরকমই ২০২১-২২ অর্থবর্ষে দক্ষিণ কলকাতা থেকে সম্পত্তি কর বাবদ রাজস্ব আদায় কমেছে প্রায় ১৪ কোটি টাকা। সাধারণত বরাবরই দক্ষিণ কলকাতা থেকে বেশি রাজস্ব আদায় হয়ে থাকে। কিন্তু, কোভিড পরিস্থিতির কারণে দক্ষিণ কলকাতায় রাজস্ব আদায় নিয়ে মোটেই খুশি নয় কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। এই কারণে ২০২২-২৩ অর্থবর্ষে দক্ষিণ কলকাতা থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ানোর জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পুর কর্তৃপক্ষ।
পুরসভা সূত্রে খবর, ২০১৯-২০ সালে দক্ষিণ কলকাতা থেকে সম্পত্তিকর বাবদ ৩৮৬ কোটি ৮৯ লক্ষ টাকা আদায় হয়েছিল। ২০২১-২২ সালে তা কমে ৩৭৩ কোটি টাকা হয়েছে। অর্থাৎ প্রায় ১৪ কোটি টাকা কমেছে। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষে কলকাতা পুর এলাকা থেকে সম্পত্তিকর বাবদ মোট ৮৫৮ কোটি ৪১ লক্ষ টাকা আদায় হয়েছিল। ২০২১-২২ অর্থবর্ষে তা কিছুটা বেড়েছিল। ২৬ কোটি টাকা বেড়ে হয়েছিল ৮৮৪ কোটি ৮৯ লক্ষ টাকা। তবে শুধুমাত্র দক্ষিণ কলকাতায় তা কমেছে।
পুরসভা সূত্রে খবর, বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানে এখন প্রায় ৩ হাজার কোটি টাকা কর আদায় বাকি রয়েছে। এসমস্ত কর আদায় হলে সেক্ষেত্রে পুরসভার অনেক বকেয়া মেটানো সম্ভব হবে। জানা যাচ্ছে, বিভিন্ন ঠিকাদারদের এক হাজার কোটি টাকারও বেশি পাওনা রয়েছে কলকাতা পুরসভার কাছে। সেই টাকা আদায়ের জন্য তারা প্রতিদিনই কলকাতা পুরসভা যাচ্ছেন। কিন্তু, খালি হাতেই তারা ফিরে যাচ্ছেন। পুরসভার এক আধিকারিকের কথায়, ‘বকেয়া সম্পত্তির কর আদায় না হলে কোনওভাবেই পুরসভার কোষাগার ভরবে না। তাই চলতি অর্থবর্ষে সমস্ত বিভাগীয় আধিকারিকদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ এমনকি কর আদায় ঠিকমতো না হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বদলি করার কথাও জানিয়েছিল কলকাতা পুরসভা।