সিবিআই হেফাজতে রহস্যমৃত্যু হয়েছিল লালন শেখের। এবার সেই রহস্যমৃত্যু মামলায় কোনও তদন্ত বিচারপতি করবেন না বলে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন। এই হত্যায় বিচারপতির নজরদারিতে বিচারবিভাগীয় তদন্তের আবেদন করা হয়েছিল। সেটাই এবার খারিজ হয়ে গেল। লালনের শেখ রহস্যমৃত্যু নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করে। সিআইডি এই মৃত্যুর ঘটনার তদন্তভার নিয়েছে। যদিও এই জনস্বার্থ মামলার রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে।
কী কী আবেদন করা হয়েছিল? কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, লালন শেখের রহস্যমৃত্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেখানে দুটি আবেদন করা হয়েছিল। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘দু’টি আবেদন এক্ষেত্রে করা হয়েছিল। এক, স্বতঃপ্রণোদিতভাবে জনস্বার্থ মামলা গ্রহণ করুক কলকাতা হাইকোর্ট। দুই, সিবিআইকে দিয়েই তদন্ত করা হোক। আর সেই তদন্তের উপর নজরদারি করুক কলকাতা হাইকোর্ট।’ এবার এই তদন্ত বিচারপতিরা করবে না বলে আবেদন খারিজ করে দেওয়া হল।
আর কী জানা যাচ্ছে? লালন শেখের মৃত্যুর ঘটনায় সিবিআই–কে চিঠি দিয়েছে সিআইডি। এই চিঠিতে লালন শেখ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এমনকী সিবিআই–এর তদন্তকারী অফিসারকে তলব করে নোটিশ পাঠিয়েছে সিআইডি। সুতরাং কেন্দ্রীয় তদন্তকারী অফিসারকে তলব করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা বলেই খবর। লালনের মৃত্যুর সঙ্গে বগটুই গণহত্যা জড়িয়ে যাওয়ায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই।
উল্লেখ্য, লালন শেখের রহস্যমৃত্যু মামলা তদন্ত করছে সিআইডি। সিআইডি টিম দু’বার করে লালনের গ্রামের বাড়িতে গিয়েছেন। লালনের স্ত্রী রেশমা বিবির বয়ানও রেকর্ড করেছেন। লালনের স্ত্রীর অভিযোগ, সিবিআই অফিসাররাই হেফাজতে থাকাকালীন পরিকল্পিতভাবে খুন করেছে। এক্ষেত্রে গরুপাচার মামলার তদন্তকারী অফিসার–সহ একাধিক সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রেশমা বিবি। তদন্ত এগিয়ে চলেছে।