বকেয়া ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন। এই কর্মবিরতি রুখতে ইতিমধ্যেই কড়া বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পন্থকে আইনি নোটিশ পাঠাল সংগ্রামী যৌথ মঞ্চ।
শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, কয়েকটি নির্দিষ্ট কারণ ছাড়া ওই দু'দিন যাঁরা অফিসে আসবেন না, তাঁদের ক্ষেত্রে ওই দু'দিন 'ব্রেক ইন সার্ভিস' বলে বিবেচনা করা হবে। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁরা আসবেন না, রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে একটি শোকজ নোটিশ জারি করবে। নোটিশের সন্তোষজনক জবাব না পেলে ওই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
যৌথ মঞ্চের পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, অধিকারের দাবিতে আন্দোলন করা সরকারি কর্মচারী আইনি অধিকার। মহার্ঘ্য ভাতা (ডিএ) তাঁদের বেতনের অংশ তাই তাঁরা সেই টাকা দাবি করতেই পারেন।
সরকারি বিজ্ঞপ্তি প্রসঙ্গে সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'অফিসে না গেলে বা ধর্মঘট করলে সরকার বেতন কাটতে পারে। এর বাইরে তার কিছু করার ক্ষমতা নেই, তা সে যাই বলুক না কেন। পূর্বেও সরকারি কর্মচারীরা বহুবার ধর্মঘট করেছেন। তাদের কী হয়েছে! '