বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌বাংলায় সাত দফায় ভোট’‌, দাবি সুকান্তর ‘‌হেরেও বিজেপির লজ্জা হয়নি’‌, পাল্টা শান্তনু

‘‌বাংলায় সাত দফায় ভোট’‌, দাবি সুকান্তর ‘‌হেরেও বিজেপির লজ্জা হয়নি’‌, পাল্টা শান্তনু

সুকান্ত মজুমদার-শান্তনু সেন।

তার উপর নির্বাচনের আগেই ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায় বলে সূত্রের খবর। এই বেনজির সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়।

সামনেই লোকসভা নির্বাচন। এখনও নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। আর এই আবহেই কমপক্ষে ৭ দফা ভোটের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগের নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে আজও সরব সুকান্ত। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সাত দফার লোকসভা নির্বাচনের দাবিতে সরব হলেন সুকান্ত মজুমদার। বাংলার জন‌্য সাত দফায় নির্বাচনের দাবি নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি নেতাদের জানিয়ে আসা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এবার পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেন।

এদিকে দলীয় একটি কর্মসূচিতে হাওড়ার পাঁচলায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি রাজ্যে সাত দফায় ভোটের দাবি করেন। তাঁর কথায়, ‘নির্বাচন কমিশনে আমাদের দলের প্রতিনিধিরা বাংলায় সাত দফায় ভোটের দাবি জানিয়েছে। সাত দফায় ভোট না হলে প্রহসন হবে। গতবার সাত দফায় ভোট হয়েছিল। আমরা বলেছি তার থেকে কম হবে না। এখানে সাত দফার বেশি দফায় ভোট হওয়া উচিত। প্রতি বুথে কমপক্ষে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকা দরকার। আর নির্বাচন কমিশন তো এখানে কাশ্মীরের থেকেও বেশি বাহিনী চেয়েছে।’‌ রাজ্যের আইনশৃঙ্খলা থেকে সন্ত্রাসের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও একাধিকবার নালিশ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে খবর।

অন্যদিকে বিজেপিকে খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেস বলছে, একশো দফা এবং যে কোনও পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে আসন্ন লোকসভা নির্বাচন হলেও বাংলা ফের প্রমাণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রয়েছে বাংলার মানুষের। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেনের বক্তব‌্য, ‘একুশ সালে হেরেও বিজেপির লজ্জা হয়নি। তারপরও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করে যতগুলি উপনির্বাচন হয়েছে সব কটাতেই বিজেপির পরাজয় হয়েছে। ৯২০ কোম্পানি কেন, ৯ হাজার ২০ কোম্পানি বাহিনী নিয়ে এলেও ওদের কিছু হবে না। কারণ মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন।’‌ এই খোঁচার উত্তর দেয়নি বিজেপি।

আরও পড়ুন:‌ বন্দিদের মুক্তির সহায়তায় পদক্ষেপ কেন্দ্রের, রাজ্য–কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বরাদ্দ ২০ কোটি টাকা

এছাড়া লোকসভা নির্বাচনে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে জাতীয় নির্বাচন কমিশন। তার উপর নির্বাচনের আগেই ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায় বলে সূত্রের খবর। এই বেনজির সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি হয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সাত দফায় নির্বাচনের দাবি তুলেছে।

বাংলার মুখ খবর

Latest News

টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান তৃতীয় দফার ভোট শুরু হতেই ইভিএম খারাপ–বোমাবাজি–মারধর, তপ্ত মুর্শিদাবাদ ৭৭ কিমিতে ঝড়, বৃষ্টিতে ৮.১ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতার, তবে দক্ষিণবঙ্গে মৃত ৬ ‘‌দেউচা পাঁচামিতে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে’‌, বেকার নিরসনে বড় ইঙ্গিত মমতার রবীন্দ্রজয়ন্তী পালনে কড়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন, থাকতে পারবেন না মন্ত্রীরা ২৩ ফুট লম্বা আঁচলে যেন রূপকথার পরী! মেট গালায় আলিয়া পরলেন সব্যসাচীর শাড়ি IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর মমতার মিমে ‘ধমক’ পুলিশের, নিজেরটা নিয়ে হেসে খোঁচা মোদীর! পালটা তোপ অভিষেকের কেন পালিত হয় বিশ্ব হাঁপানি দিবস? রইল থিম, গুরুত্ব এবং তাৎপর্য সেল্ফির আব্দার মেটাতে গিয়ে মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন শাকিব আল হাসান

Latest IPL News

টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর কোহলি ও গায়কোয়াড়ের লড়াইয়ের মাঝে অরেঞ্জ ক্যাপের রেসে ট্র্যাভিস হেডের এন্ট্রি রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.