বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল, লোকসভা নির্বাচন কি এগিয়ে আসবে?‌

রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল, লোকসভা নির্বাচন কি এগিয়ে আসবে?‌

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন।

এই প্রক্রিয়া শুরু করার জেরে লোকসভা নির্বাচন এগিয়ে আসার বিষয়ে তুঙ্গে উঠেছে চর্চা। যদিও জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, এই রাজ্যে প্রতিনিধিদের সফর একেবারেই রুটিনমাফিক প্রক্রিয়া। তার সঙ্গে লোকসভা নির্বাচন এগিয়ে আসার কোনও সম্পর্ক নেই। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ১৬ মে।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এটাই এখন সব রাজনৈতিক দলের পাখির চোখ। সেটা মাথায় রেখেই সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দেশের তামাম বিরোধীরা ইন্ডিয়া জোট করেছেন। বিজেপি পাল্টা ভারত নাম নিয়ে এগিয়ে আসছে। এই আবহে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতির অলিন্দে। সেটা হল— লোকসভা নির্বাচন কি এগিয়ে আনবে বিজেপি?‌ তবে আগেই এমন কথা শোনা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবার লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন।

বিষয়টি ঠিক কী ঘটতে চলেছে?‌ রবিবার বাংলায় আসছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামীকাল রবিবার রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের দু’‌জন ডেপুটি নির্বাচন কমিশনার। নীতেশ ভ্যাস এবং ধর্মেন্দ্র শর্মা। তাঁদের এই হঠাৎ আগমনেই নানা গুঞ্জন তৈরি হয়েছে। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনে এগিয়ে আসা নিয়ে নানা কথা চাউর হচ্ছে। তবে ভোটার তালিকায় নাম সংযুক্তিকরণ এবং পরিমার্জন–সহ প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন ওই দুই সদস্য বলে সূত্রের খবর। তার পর সোমবার দিন বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের অন্যান্য অফিসারদের সঙ্গে।

তারপর ঠিক কী হবে?‌ এই বৈঠকের পর আর একটি বৈঠক হবে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের সব জেলার জেলাশাসককে। কারণ এখনও পর্যন্ত ধরা হচ্ছে ৪২টি লোকসভা কেন্দ্রকে। তবে নতুন আইন নিয়ে এসে কেন্দ্রীয় সরকার লোকসভা কেন্দ্রের সংখ্যা বাড়াবে কিনা সেটা ক্রমশ প্রকাশ্য। তবে গত জুলাই মাসে রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আর দুর্গাপুজোর আগে নির্বাচন কমিশনের টিম আসার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই রাজ্যের ইভিএম পরীক্ষার কাজ শুরু করেছে কমিশন। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে পরীক্ষা চলছে ভিভিপ্যাটের।

আরও পড়ুন:‌ ‘‌মাঝরাতে অ্যাকশন’‌ মন্তব্যে আলোড়ন, রাজ্যপালকে ‘ভ্যাম্পায়ার’–এর সঙ্গে তুলনা ব্রাত্যর

আর কী জানা যাচ্ছে?‌ এত তাড়াতাড়ি এই প্রক্রিয়া শুরু করার জেরে লোকসভা নির্বাচন এগিয়ে আসার বিষয়ে তুঙ্গে উঠেছে চর্চা। যদিও জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, এই রাজ্যে প্রতিনিধিদের সফর একেবারেই রুটিনমাফিক প্রক্রিয়া। তার সঙ্গে লোকসভা নির্বাচন এগিয়ে আসার কোনও সম্পর্ক নেই। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ১৬ মে। তার আগে শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া। এপ্রিল থেকে মে মাসে লোকসভা নির্বাচন হতে পারে। এখনই এমন চমকের কিছু নেই। তবে অন্দরের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচন সময়ের আগে হবে।

বন্ধ করুন