একপাশে সায়ন্তিকা আর অন্যপাশে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রকাশিত হল তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার শারদীয়া সংখ্যা। উৎসব সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন খোদ মুখ্য়মন্ত্রী। মুখ্যমন্ত্রী শারদ সংখ্য়ার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানিয়েছেন পড়লে জ্ঞান বাড়বে আর যারা লিখেছেন তাঁরা প্রেরণা পান। এদিন উৎসবের গান নামে একটি অ্য়ালবামেরও উদ্বোধন করেছেন তিনি। সেটির কথা ও সুর খোদ নেত্রীর। আর জাগো বাংলা পড়ার অভ্যাস প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, জাগো বাংলায় এখন প্রথিতযশা লেখক লেখিকারা লেখেন। আমি ঠাকুর নমস্কার করে, ট্রেডমিল করতে করতে জাগো বাংলা পড়ি। বাইরে গেলে হোয়াটস অ্য়াপে পাই। আমার ভালো লাগে পড়তে।
এর সঙ্গেই জাগো বাংলার বিজ্ঞাপন প্রসঙ্গে তিনি জানিয়ে দেন, এই কাগজ সরকার থেকে এক পয়সাও বিজ্ঞাপন নেয় না। এর সঙ্গেই বাম আমলে তাদের মুখপাত্র কীভাবে সরকার দ্বারা পুষ্ট হত তানিয়েও কটাক্ষ করেন তিনি।
পাশাপাশি জাগো বাংলার প্রসার নিয়েও এদিন মতামত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, কাউন্সিলররা দশটি করে জাগো বাংলা নিয়ে বিভিন্ন রেস্তরাঁতে, চায়ের দোকানে, ক্লাবে বিলি করতে পারেন। এর সঙ্গে কখনও বামেদের, কখনও বিজেপিকে নিশানা করে তোপ দাগেন মমতা।