বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mukul Roy Hospitalised: অসুস্থ হয়ে রাতেই হাসপাতালে ভর্তি মুকুল রায়, কোন রোগে আক্রান্ত রায়সাহেব?

Mukul Roy Hospitalised: অসুস্থ হয়ে রাতেই হাসপাতালে ভর্তি মুকুল রায়, কোন রোগে আক্রান্ত রায়সাহেব?

মুকুল রায়

২০১৫ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। একুশের নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করে কৃষ্ণনগর থেকে জেতেন রায়সাহেব। তবে তার পরেই তৃণমূল কংগ্রেসে আবার ফেরেন মুকুল রায়। ২০২১ সালে স্ত্রী কৃষ্ণা রায় মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুকুল রায়। শারীরিকভাবেও ভাঙন শুরু হয় তখনই।

একুশের নির্বাচনের পর থেকেই অসুস্থ মুকুল রায়। মাঝে একটু সেরে উঠে রাজনীতির ময়দানে দেখা দিলেও সেটা দীর্ঘস্থায়ী হল না। কারণ অসুস্থ হয়ে রবিবার রাতে তাঁকে ভর্তি করা হয়েছে ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। গত শুক্রবারই তিনি হাসপাতালে এসে শারীরিক পরীক্ষা করিয়েছিলেন বলে খবর। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন বলে সূত্রের খবর। নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

হাসপাতাল থেকে কী জানা যাচ্ছে?‌ হাসপাতাল সূত্রে খবর, স্নায়বিক সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় মুকুল রায়কে রাতে হাসপাতালে ভর্তি করা হয়। ডাঃ সঞ্জয় সিংয়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। এখন সোমবার তাঁর অবস্থা স্থিতিশীল। একাধিক পরীক্ষা করা হচ্ছে। তবে এখনই ছাড়া হচ্ছে না। একটু পর্যবেক্ষণে রেখে চিকিৎসকরা দেখতে চাইছেন। তবে স্বাভাবিক কথাবার্তা বলতে পারছেন মুকুল রায়। গতবছর থেকে এই সমস্যা বড় আকার নেয়। তাই নিয়েই এবার ভর্তি।

পরিবার ঠিক কী জানাচ্ছে?‌ পরিবার সূত্রে খবর, গত শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল মুকুল রায়কে। পরে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল। নিউরোর সমস্যায় ভুগছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। হাসপাতালে ভর্তি করার কথা ছিল। আপাতত ভাল আছেন মুকুল রায়। প্রয়োজনীয় সব পরীক্ষা চলছে। মনিটর করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, মাথায় জল জমেছে মুকুল রায়ের। একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তবে ২০১৫ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। একুশের নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করে কৃষ্ণনগর থেকে জেতেন রায়সাহেব। তবে তার পরেই তৃণমূল কংগ্রেসে আবার ফেরেন মুকুল রায়। ২০২১ সালে স্ত্রী কৃষ্ণা রায় মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুকুল রায়। শারীরিকভাবেও ভাঙন শুরু হয় তখনই। নিকটজনেরা বলতেন, স্ত্রী বিয়োগের পর মুকুলবাবুর মন–মাথা ঠিক ছিল না। তাই অনেক সময়ই কথাবার্তাতেও অসংলগ্নতা দেখা যাচ্ছিল। বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, বিজেপি মানেই তো তৃণমূল কংগ্রেস, আমায় বিজেপির মতো প্রশ্ন করলে বিজেপির মতো বলব, তৃণমূলের মতো প্রশ্ন করলে তৃণমূলের মতো বলব—এসব নানা অসংলগ্ন কথা বলতে থাকায় রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তবে ২০২১ সালে স্নায়ুর সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

বন্ধ করুন