বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Parking fee in Kolkata: ১ এপ্রিল থেকে কলকাতায় বাড়ছে পার্কিং ফি, কোন গাড়ির ক্ষেত্রে কত টাকা লাগবে?

Parking fee in Kolkata: ১ এপ্রিল থেকে কলকাতায় বাড়ছে পার্কিং ফি, কোন গাড়ির ক্ষেত্রে কত টাকা লাগবে?

১ এপ্রিল থেকে বাড়ছে পার্কিং ফি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

দুচাকার গাড়ির ক্ষেত্রে আগে প্রতি ঘণ্টায় ৫ টাকা করে পার্কিং ফি নেওয়া হত। তবে আগামী ১ এপ্রিল থেকে প্রতি ঘণ্টায় তা বেড়ে দ্বিগুণ হবে অর্থাৎ ১০ টাকা করে নেওয়া হবে। ৫ ঘণ্টা বাইক রাখলে পার্কিং ফি বেড়ে ৮০ টাকা হবে। তারপরেও বাইক রাখা হলে প্রতি ঘণ্টায় ৫০ টাকা হিসেবে ফি নেওয়া হবে।

শহরে পার্কিং ফি বাড়ানোর কথা আগেই জানিয়েছিল কলকাতা পুরসভা। সেইমতোই বাড়ছে শহরের গাড়ি পার্কিং ফি। আগামী ১ এপ্রিল থেকে বর্ধিত হারে গাড়ি পার্কিং ফি চালু করতে চলেছে কলকাতা পুরসভা। 

দু'চাকার গাড়ির ক্ষেত্রে আগে প্রতি ঘণ্টায় ৫ টাকা করে পার্কিং ফি নেওয়া হত। তবে আগামী ১ এপ্রিল থেকে প্রতি ঘণ্টায় তা বেড়ে দ্বিগুণ হবে অর্থাৎ ১০ টাকা করে নেওয়া হবে। ৫ ঘণ্টা বাইক রাখলে পার্কিং ফি বেড়ে ৮০ টাকা হবে। তারপরেও বাইক রাখা হলে প্রতি ঘণ্টায় ৫০ টাকা হিসেবে ফি নেওয়া হবে। এছাড়া, চারচাকা গাড়ির ক্ষেত্রে আগে প্রতি ঘণ্টায় পার্কিং ফি ছিল ১০ টাকা। তবে আগামী ১ এপ্রিল থেকে তা বেড়ে প্রতি ঘণ্টায় ২০ টাকা করে হবে। গাড়ি পার্কিং রাখার সময়ের অনুপাতে পার্কিং ফিও বেশি নেওয়া হবে। দু'ঘণ্টার জন্য পার্কিং রাখলে ৪০ টাকা, ৩ ঘণ্টার জন্য ৮০ টাকা এবং ৫ ঘণ্টার জন্য ১৬০ টাকা ফি দিতে হবে। ৫ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি পার্কিং রাখলে সেক্ষেত্রে প্রতি ঘণ্টায় ১০০ টাকা করে পার্কিং ফি নেওয়া হবে। যাত্রীবাহী বাস এবং লরির ক্ষেত্রে আগে পার্কিং ফি ছিল ২০ টাকা। এবার থেকে প্রতি ঘণ্টায় ৪০ টাকা করে পার্কিং ফি নেওয়া হবে এবং ৫ ঘণ্টা পার্কিং থাকলে ২৪০ টাকা নেওয়া হবে। একইভাবে সময় বাড়লে সেই অনুপাতে পার্কিং ফিও বাড়বে। ৫ ঘণ্টার বেশি বাস এবং লরি পার্কিং রাখলে সে ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ২০০ টাকা করে ফি নেওয়া হবে।

প্রসঙ্গত, শহরে যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। তাছাড়া রাস্তায় যানজট বাড়ছে। যার ফলে যান চলাচল শ্লথ হয়ে যায়। পুরসভার মতে, পার্কিং ফি বাড়ালে সে ক্ষেত্রে শহরের রাস্তায় যানবাহন কমবে। এতে দূষণ কমার পাশাপাশি যানজট অনেকটাই কমবে। এছাড়াও, গত চারটি পুরবোর্ডে কলকাতার পার্কিং ফি বাড়েনি। ফলে পুরসভার আয়ও কিছুটা কমেছে। এই অবস্থায় পার্কিং ফি বাড়লে আরও কিছুটা আয় বাড়বে। এই সমস্ত কথা মাথায় রেখে পার্কিং ফি বাড়িয়েছে কলকাতা পুরসভা। উল্লেখ্য, শহরের পার্কিং লটগুলিতে সবমিলিয়ে ১৫ হাজার গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন