বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অন্যের ডিগ্রি ব্যবহার করে ডাক্তারি, পুলিশের জালে পাকড়াও দুই 'প্রতারক'

অন্যের ডিগ্রি ব্যবহার করে ডাক্তারি, পুলিশের জালে পাকড়াও দুই 'প্রতারক'

অন্যের পরিচয় ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগ। প্রতীকী ছবি।

অন্য চিকিৎসকের পরিচয় ও ডিগ্রি ব্যবহার করে এভাবে ডাক্তারি করার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে। কতদিন ধরে তারা এই প্রতারণা চালাচ্ছিল তা পুলিশ খতিয়ে দেখছে।

দুজনের কেউই চিকিৎসক নন। কিন্তু দিব্যি রুগী দেখতেন। গুছিয়ে কারবারও ফেঁদে ফেলেছিলেন। নিজেদের চর্মরোগ বিশেষজ্ঞ হিসাবে পরিচয় দিতেন তারা। কিন্তু পুলিশি তদন্তে পর্দাফাঁস হয়ে গেল। দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। কিন্তু কীভাবে পর্দাফাঁস হল এই কেলেঙ্কারির? পুলিশ সূত্রে খবর, এক চিকিৎসক গত ৮ই ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর পরিচয় ও প্যাড ব্যবহার করে অন্য একজন ডাক্তারি করছেন। এমনকী নিজেকে চর্মরোগ বিশেষজ্ঞ হিসাবে তারা পরিচয় দিচ্ছেন বলেও অভিযোগ তুলেছিলেন ওই চিকিৎসক।

এনিয়ে অভিযানে নামে পুলিশ। এরপরই রবীন্দ্র সরোবর থানার পুলিশ দুজনকে পাকড়াও করে। ধৃতদের মধ্যে একজনের নাম শুভ নাথ। তিনি দক্ষিণ বিধাননগরের সুকান্তনগরের বাসিন্দা। অপরজন রাজীব সরকার। তার বাড়ি নিউ টালিগঞ্জে। পুলিশ সূত্রে খবর শুভ চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন। আর রাজীব সম্ভবত তার সহযোগী হিসাবে কাজ করতেন। তবে এনিয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। তবে অন্য চিকিৎসকের পরিচয় ও ডিগ্রি ব্যবহার করে এভাবে ডাক্তারি করার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে। কতদিন ধরে তারা এই প্রতারণা চালাচ্ছিল তা পুলিশ খতিয়ে দেখছে। 

 

বন্ধ করুন