ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের অনুষ্ঠানের জন্য প্রাথমিক টেট পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ২৪ ডিসেম্বরই হচ্ছে টেট।
গত ১০ ডিসেম্বর হওয়ার কথা ছিল প্রাথমিক টেট। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তা পিছিয়ে ২৪ ডিসেম্বর করে প্রাথমিক শিক্ষা সংসদ। আগে থেকেই ওই দিন কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে গীতাপাঠের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেদিনই টেট ঘোষণা করায় পথে অনেকে নাকাল হতে পারে বলে আশঙ্কা ছড়ায়। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। টেট পিছিয়ে দেওয়ার আবেদন করেন তিনি। দিলীপবাবুর দাবি ছিল, টেট ও গীতাপাঠের অনুষ্ঠান একই দিনে হলে ২ পক্ষকেই ভোগান্তির শিকার হতে হবে।
এদিন আদালতে প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবী জানান। টেট পিছনোর কোনও কারণ নেই। সারা রাজ্যে ৭৭৩টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা পিছিয়ে দিলে নানা সমস্যার সম্মুখীন হতে হবে পরীক্ষার্থী ও পর্ষদকে।
এর পর প্রধান বিচারপতি বলেন, গীতাপাঠের অনুষ্ঠানের প্রভাব কলকাতা ছাড়া অন্য কোথাও পড়ার সম্ভাবনা নেই। আর রাস্তায় কোনও টেট পরীক্ষার্থী সমস্যায় পড়তে তাঁকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে হবে পুলিশ ও পরিবহন দফতরকে। কিন্তু টেট হবে ২৪ ডিসেম্বরই।