জোর কদমে চলছে বিদ্যাসাগর সেতু রক্ষণাবেক্ষণের কাজ। এই কাজের জন্য আগেও দফায় দফায় বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ এই সেতু। ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। আগামী ২৭ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ে বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হবে। রাত ১ টা থেকে ৩ টে পর্যন্ত দুঘণ্টা বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হবে বলে কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।
আরও পড়ুন: বন্ধ থাকছে না দ্বিতীয় হুগলি সেতু, ঘোষণা করেও কেন সিদ্ধান্ত বদল করা হল?
কলকাতা ট্রাফিক পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যাসাগর সেতুর কেবল এবং বিয়ারিং পরিবর্তন করা হচ্ছে। সেই কারণে মানুষের নিরাপত্তার জন্য আগামী মঙ্গলবার এই দুঘণ্টা বিদ্যাসাগর সেতু পুরোপুরি বন্ধ রাখা হবে অর্থাৎ এই সময় বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে কোনও রকমের যান চলাচল করবে না। তার পরিবর্তে এই সেতুর উপরে যাতায়াতকারী গাড়ি কোন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে সে বিষয়টিও ট্রাফিক পুলিশের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমগামী সব ধরনের গাড়ি যেগুলি এজেসি বোস রোড ধরে আসছে সেগুলি হেস্টিংস ক্রসিং-স্ট্যান্ড রোড হয়ে ঘুরিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে। খিদিরপুর রোড থেকে আসা গাড়িগুলিকেও হেস্টিংস ক্রসিং - স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে বলা হচ্ছে। পূর্বগামী গাড়িগুলির মধ্যে সিজেআর রোড থেকে আসা গাড়িগুলিকেও স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে বলা হচ্ছে।
উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কেবল। এই সেতুতে মোট ৩২টি কেবল রয়েছে। এগুলি শুধু বিদ্যাসাগর সেতুর ভারসাম্য রক্ষা করে না, দুপাশের স্তম্ভের সঙ্গে বিদ্যাসাগর সেতুকে জুড়ে রেখেছে এই কেবল। সেতুর আমূল সংস্কারের পাশাপাশি গত বছরের ডিসেম্বর মাস থেকেই কেবল বদলানোর কাজ চলছে। তারপর থেকেই দফায় দফায় বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু। হাওড়ামুখী লেনের কেবল বদলের কাজ চলছে। এই কাজ আরও কয়েক মাস ধরে চলবে। এই কারণে আপাতত এই কয়েকটি মাস ওই সেতুর উপর দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ছোট গাড়ি এবং বাসের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ১৬ টি কেবল বদলানো হচ্ছে। এর জন্য ধাপে ধাপে ১৫ বার বিদ্যাসাগর সেতুতে গাড়ি চলাচল বন্ধ রেখে সেই কাজ করা হবে। সেই ধাপ হিসেবেই মঙ্গলবার গভীর রাতে কেবল বদলের জন্য বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে।