কলকাতা হাইকোর্টের রায়ে এসএসসি মামলার শুনানিতে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। এই নিয়ে এখন রাজনীতি করতে শুরু করেছে বিজেপি। খোদ অমিত শাহ বাংলায় এসে এই ইস্যুতে আক্রমণ করেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। যেখানে এই রায় নিয়ে বঙ্গে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ যোগ্য বহু প্রার্থীর চাকরি বাতিল হয়ে গিয়েছে। বাধ্য হয়ে এসএসসি কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে আজ, বুধবার মামলা দায়ের করেছে। এবার এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
এদিকে চাকরিহারারা রাস্তায় নেমে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছেন। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের গিয়েছে এসএসসি। আর এই পরিস্থিতিতে রাজ্যপালের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। সল্টলেকের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিভি আনন্দ বোস। আর পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে বলেন, ‘আমি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুমতি দিয়েছিলাম। শিক্ষামন্ত্রীর মতো একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এমন কাজ করেছেন ভেবে আমি স্তম্ভিত হয়েছিলাম। শিক্ষায় দুর্নীতি নিয়ে আমরা যা শুনেছিলাম সেটা এখন কলকাতা হাইকোর্টের রায়ে প্রমাণ হয়ে গেল।’
আরও পড়ুন: ‘অধীর চৌধুরী আজ খাচ্ছে সাঁইবাড়ির রক্তমাখা ভাত’, মুর্শিদাবাদে তোপ দাগলেন অভিষেক
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষকেও দেখা গিয়েছিল সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করে সরব হতে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও সেই পথেই হাঁটতে দেখা গেল। তবে তিনি নাম নেননি। রাজ্য সরকারের সঙ্গে নানা বিষয়ে সংঘাত রয়েছে। এই আবহে রাজ্যপালের বক্তব্য, ‘শিক্ষায় দুর্নীতি নিয়ে এখন যেটা আমাকে ভাবাচ্ছে সেটা হল, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় দুর্নীতি। বিশ্ববিদ্যালয়ে হিংসার অভিযোগও আছে। বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে দুর্নীতি, হিংসা দূর করার জন্যই আজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলাম।’
এছাড়া এখন উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য–রাজ্যপাল বিরোধ অব্যাহত। এই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় মামলা। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে জোর সংঘাত রয়েছে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে। রাজ্যের পাঠানো তালিকা থেকে ইতিমধ্যেই ৬ জন উপাচার্যকে বেছে নেন আচার্য সিভি আনন্দ বোস। এই আবহে পশ্চিমবঙ্গে রাজ্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন স্থগিত করে দিয়েছেন রাজ্যপাল। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে এসএসসি’র পর রাজ্যপাল যেভাবে উচ্চশিক্ষা নিয়ে মন্তব্য করলেন সেটা কি পরোক্ষে রাজ্যকে খোঁচা দিলেন? উঠছে প্রশ্ন।