বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sujit Bose: চক্রান্ত হচ্ছে, আমি কোনও নোটিশ পাইনি, CBI হাজিরা নিয়ে বললেন সুজিত বোস

Sujit Bose: চক্রান্ত হচ্ছে, আমি কোনও নোটিশ পাইনি, CBI হাজিরা নিয়ে বললেন সুজিত বোস

সুজিত বসু। 

আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। কোনও নোটিশ পাইনি তাও সিবিআই হাজিরার গল্প সাজানো হচ্ছে, দাবি সুজিত বোসের। 

পুরসভা নিয়োগ দুর্নীতিতে তাঁকে সিবিআই তলব করেছে বলে খবর ছড়িয়েছে তা ভুয়ো। তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রাজ্যের দমকল মন্ত্রী। তিনি বলেন, কারা চক্রান্ত করছে তা তদন্ত করে বার করা হবে।

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে সুজিত বসুকে তলব করা হয়েছে বলে গত সপ্তাহে সিবিআই সূত্রে জানা যায়। ৩১ অগাস্ট সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে মন্ত্রীমশাইয়ের হাজির হওয়ার কথা ছিল। কিন্তু এদিন নির্দিষ্ট সময় হাজির হননি তিনি। এর পরই তিনি আদৌ হাজির হবেন কি না তা নিয়ে জল্পনা ছড়ায়। এরই মধ্যে বেলা দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠক করে সুজিত বসু জানান। তিনি সিবিআইয়ের কোনও নোটিশই পাননি।

তিনি বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আমার কাছে সিবিআইয়ের নোটিশ পৌঁছেছে বলে যে খবর চাউর হয়েছে তা মিথ্যা। আমার কাছে কোনও নোটিশ এসে পৌঁছয়নি। কারা চক্রান্ত করছে তার তদন্ত হবে। আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব।

সুজিতবাবু দাবি করেন, আমি এলাকারই ছেলে। এলাকাবাসী আমাকে এখানে বড় হতে দেখেছে। তারা আমার সঙ্গে রয়েছেন। আমি এখানে সমস্ত সামাজিক অনুষ্ঠানে থাকি। আমি ৬ বারের কাউন্সিলর, ৪ বারের বিধায়ক। আমার বিরুদ্ধে চক্রান্ত করে লাভ হবে না।

 

বন্ধ করুন