বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sukanta Majumdar: নিট পাশ না করেই শান্তনুর মেয়ে কীভাবে MBBS-এ ভর্তি হলেন? প্রশ্ন তুললেন সুকান্ত

Sukanta Majumdar: নিট পাশ না করেই শান্তনুর মেয়ে কীভাবে MBBS-এ ভর্তি হলেন? প্রশ্ন তুললেন সুকান্ত

সুকান্ত মজুমদার

সুকান্ত মজুমদার টুইটার একটি পোস্ট করেছেন। তাতে শান্তনু সেন কন্যার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নিট পরীক্ষায় সৌমিলি সেন পাশ না করা সত্ত্বেও এমবিবিএসে ভর্তি হয়েছেন। এমবিবিএসে ভর্তি ফর্মে তিনি তাঁর বাবার আয় তিন লক্ষ টাকা দেখিয়েছেন। অথচ ২০১৬-১৭ সালের হলফনামায় শান্তনু সেনের আয় ছিল ৭ লক্ষ টাকা।

টেট দুর্নীতি নিয়ে কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এবার শান্তনু সেনের মেয়ের এমবিবিএসে ভর্তি নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিট পাশ না করেই কীভাবে তাঁর মেয়ে সৌমিলি সেন এমবিবিএসে ভর্তি হলেন তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সুকান্ত মজুমদার টুইটার একটি পোস্ট করেছেন। তাতে শান্তনু সেন কন্যার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নিট পরীক্ষায় সৌমিলি সেন পাশ না করা সত্ত্বেও এমবিবিএসে ভর্তি হয়েছেন। এমবিবিএসে ভর্তি ফর্মে তিনি তাঁর বাবার আয় তিন লক্ষ টাকা দেখিয়েছেন। অথচ ২০১৬-১৭ সালের হলফনামায় শান্তনু সেনের আয় ছিল ৭ লক্ষ টাকা। তার সঙ্গে সাংসদদের ভাতা রয়েছে।’ কেন এই ধরনের অমিল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।

গত ২৪ নভেম্বর টেট দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন শান্তনু সেন। টুইটারে তিনি লিখেছিলেন, শিক্ষকের চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী তিনজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তুলেছিলেন। শুধু তাই নয়, আদালতে এই সংক্রান্ত মামলার একটি হলফনামা তুলে ধরেছিলেন সাংসদ শান্তনু সেন। টুইটারে ওই তিনজনের নামও জানিয়েছিলেন শান্তনু। তারপরেই প্রশ্ন তুলেছিলেন সিবিআইয়ের ভূমিকা নিয়ে। কেন শুভেন্দুকে সিবিআই গ্রেফতার করছে না তাই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার কয়েকদিনের মাথায় পাল্টা শান্তনু সেনকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি। উল্লেখ্য, এর আগে মন্ত্রী অখিল গিরির ছেলে শিক্ষাগত যোগ্যতা নিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন। সেই ঘটনায় শুভেন্দু অধিকারীকে আইনে নোটিশও পাঠিয়েছিলেন অখিল গিরির পুত্র। তবে শান্তনু সেনের কন্যাকে নিয়ে অভিযোগ সামনে আনায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক দরোজা।

বন্ধ করুন