বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ডাকাডাকি অনেক হয়েছে, এবার ED - CBI গ্রেফতারিটা শুরু করুক, দাবি শুভেন্দুর

ডাকাডাকি অনেক হয়েছে, এবার ED - CBI গ্রেফতারিটা শুরু করুক, দাবি শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  (Shyamal Maitra)

হাওড়ায় একাধিক জায়গায় সিবিআই হানা নিয়ে শুভেন্দুবাবু বলেন, অভিযুক্তদের গ্রেফতার করার মতো যথেষ্ট নথি ইডি - সিবিআইয়ের হাতে রয়েছে। এরকম নথি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে আমাকে এতদিনে জেলে ঢুকিয়ে দিত।

নিয়োগ দুর্নীতির তদন্তে আদালতের তিরস্কারের পর মঙ্গলবার থেকে আবার একটু নড়াচড়া শুরু করেছে সিবিআই। হাওড়ার ৫টি ঠিকানায় তল্লাশিতে নেমেছে তারা। তারই মধ্যে ‘সিবিআই, ইডির গ্রেফতারির কাজটা শুরু করুক’ বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পালটা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের প্রশ্ন, ‘সিবিআই – ইডি ওর বাপের সম্পত্তি না কি’?

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে OMR শিট সরবরাহকারী সংস্থার ২ অংশীদারের বাড়ি ও অন্যান্য ঠিকানায় মঙ্গলবার তল্লাশি চালাচ্ছে সিবিআই। হাওড়ার দাসনগর ও জগাছায় অন্তত ৫টি জায়গায় তল্লাশি বলছে বলে খবর।সোমবার আদালতের তিরস্কারের জেরেই মঙ্গলবার সিবিআইয়ের এই তৎপরতা বলে মনে করছেন অনেকে। মঙ্গলবার দুপুরে সিবিআইয়ের হানা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘অভিযুক্তদের গ্রেফতার করার মতো যথেষ্ট নথি ইডি - সিবিআইয়ের হাতে রয়েছে। এরকম নথি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে আমাকে এতদিনে জেলে ঢুকিয়ে দিত। ডাকাডাকি তো অনেক হল, সে সব শেষ করে এবার ইডি - সিবিআই গ্রেফতারির কাজটা শুরু করুক। এটা আমার কথা নয়, রাজ্যের মানুষের কথা।’

শুভেন্দুর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে। সেখানে বিজেপি নেতা কী ভাবে ইডি - সিবিআইকে নির্দেশ দিতে পারেন? এটা কি ওর বাবার সম্পত্তি না কি? যা হবে, হবে আইন মেনে।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার হত্তাকত্তাদের সম্পত্তির অসম্পূর্ণ তালিকা জমা দেওয়ায় সোমবার ইডি কর্তাকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

 

বন্ধ করুন