রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের ফাঁড়া যেন কাটছে না। এমনিতেই গত ৫ জানুয়ারির হিংসার পর থেকে গত ২৪ দিন ধরে ‘সুন্দরবনের বাঘ’কে বনেই থাকতে হচ্ছে। বাড়ি ফিরতে পারছেন না তিনি। তারই মধ্যে ‘বাঘ’কে খাঁচায় পুরতে নতুন তথ্য খুঁড়ে বার করল ইডি। এবার তাদের হাতে ৫ জানুয়ারি শাহজাহান শেখের কল ডিটেইলস। সেদিন কাকে কাকে কতবার ফোন করেছিলাম শাহজাহান? এখন সব জানে ED. সেই তথ্য আদালতেও পেশ করা হবে বলে জানিয়েছে তদন্তকারী ক্ষমতা।
গত ৫ জানুয়ারি সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে প্রথমে তার একটি নম্বরে ফোন করেন ইডির এক আধিকারিক। ফোনে ইডি আধিকারিকের পরিচয় শুনেই কল কেটে দেয় শাহজাহান। সঙ্গে সঙ্গে তার অন্য নম্বরটি ব্যস্ত হয়ে যায়। এর পর বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেন ইডির আধিকারিকরা। সাড়া না পেয়ে তালা ভাঙার প্রক্রিয়া শুরু করেন তাঁরা। এরই মধ্যে হাজার হাজার দুষ্কৃতী জড়ো হয় সেখানে। এমনকী গাড়ি করে সেখানে পৌঁছয় দুষ্কৃতীরা। ওদিকে গোটা সময় শেখ শাহজাহানের ২টি ফোনই ছিল ব্যস্ত।
ওই সময় শাহজাহান লাগাতার কাদের সঙ্গে কথা বলছিল তা জানতে সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থার কাছে তার কল ডিটেইলস চেয়ে পাঠিয়েছিল ED. সেই তালিকা এসে পৌঁছেছে তদন্তকারীদের হাতে। তাতে দেখা যাচ্ছে ৩ মিনিটের মধ্যে ২৮টি ফোন কল করেছিল শাহজাহান। তাতে যেমন তার অনুগামীদের কাছে কল গিয়েছিল, তেমনই কল গিয়েছিল প্রভাবশালীদের কাছেও। কল লিস্ট থেকে ইডির আধিকারিকরা মোটামুটি নিশ্চিত, মাত্র ৩ মিনিটেই ইডির ওপর হামলার ছক কষেছিল শাহজাহান।
ওদিকে সোমবার শাহজাহানকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ED. বেলা ১১টার মধ্যে সেখানে পৌঁছনোর কথা ছিল তার। শাহজাহানের জন্য প্রশ্নমালা সাজিয়ে অপেক্ষা করছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও ইডি দফতরে ‘সুন্দরবনের বাঘ’এর দেখা পাওয়া যায়নি।