বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Airport: মুম্বইগামী বিমানে উড়ান শুরুর আগেই বিপত্তি, ইঞ্জিনের ব্লেডে পাখির ধাক্কা

Kolkata Airport: মুম্বইগামী বিমানে উড়ান শুরুর আগেই বিপত্তি, ইঞ্জিনের ব্লেডে পাখির ধাক্কা

এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। প্রতীকী ছবি 

আজ সোমবার সকাল ৯ টা ৪০ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বই এয়ার ইন্ডিয়ার এয়ার ৬৭৬ বিমান উড়ান শুরু করার আগে দেখা যায় ডানদিকের ব্লেড একটু বেঁকে রয়েছে। ঘটনায় পাইলট তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন।

বিমান আকাশে উড়ান শুরু করার আগে বিপত্তি। মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনের ব্লেডের সঙ্গে ধাক্কা লাগল পাখির। যদিও চালকের তৎপরতায় সেভাবে কোনও দুর্ঘটনা ঘটেনি। যাত্রীবাহী ওই বিমানটিতে মোট ১১৯ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু ছিলেন। বিমানের ডানদিকের ইঞ্জিনের ব্লেডে পাখির সঙ্গে ধাক্কা বলে জানা গিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সকাল ৯ টা ৪০ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বই এয়ার ইন্ডিয়ার এয়ার ৬৭৬ বিমান উড়ান শুরু করার আগে দেখা যায় ডানদিকের ব্লেড একটু বেঁকে রয়েছে। ঘটনায় পাইলট তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিমানটি মুম্বই থেকে কলকাতা আসার সময় ব্লেডে পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল। শেষ খবর পাওয়া অনুযায়ী, বিমানটির মেরামতি করা হয়। তারপরে সেটি মেরামতির কাজের জন্য যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়।

উল্লেখ্য, এর আগেও পাখির ধাক্কায় একাধিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এর আগের দিনই দুবাইগামী একটা বিমানে পাখির ধাক্কা লাগে। তার জেরে দিল্লি বিমানবন্দরে বেশ কিছু সময়ের জন্য জরুরি পরিস্থিতি ঘোষণা করতে হয়। শনিবার সকাল ১০.৪৬ নাগাদ দুবাইয়ের উদ্দেশে উড়ে যাচ্ছিল বিমানটি। কিন্তু রানওয়ে ছাড়ার পরেই বিমানের সামনে এসে ধাক্কা মারে একটি পাখি। জরুরি অবতরণ করে বিমানটি।

জানা গিয়েছে, বিমানটি যখন প্রায় ১০০০ মিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার সময় একটি পাখি এসে ধাক্কা মারে। দুপুর ১.৪৪ মিনিটে বিমানটি আবার গন্তব্যের উদ্দেশে উড়ে যায়। প্রবল বর্ষণের কারণে দিল্লি বিমানবন্দরে বিমান পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকাল থেকে আবহাওয়ার একটু উন্নতি হলেও পাখির জন্যই আবারও ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের।

অন্যদিকে, মাস খানেক আগে সুরাট বিমানবন্দর থেকে উড়ানের কিছু দূর যাওয়ার পর দিল্লিগামী বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগে। বিমানটিতে ক্রু সদস্য ছাড়া ১৫০ জন যাত্রী ছিলেন। সুরাট বিমানবন্দর থেকে দিল্লির পথে যাচ্ছিল বিমানটি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন