আজ, শনিবার রাত কাটলেই রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। আর তৃণমূল কংগ্রেসের কোনও সভা–সমাবেশ মানেই সেখানে মিলবে ডিম–ভাত। যা এবারও খেতে পাওয়া যাবে ব্রিগেডের সমাবেশে। ডিম–ভাতের উপর ভরসা রেখেই এবার বাড়তি সংযোজন করা হয়েছে মেনুতে। আসলে একদিকে লোকসভা নির্বাচন। তার উপর অপরদিকে ১০ মার্চ ‘জনগর্জন’ সভা। এই দুয়ের মিশেল ঘটাতে ডিম–ভাতের সঙ্গে মেনুতে রাখা হচ্ছে আরও পদ। ইতিমধ্যেই মঞ্চ থেকে মেনু সব ব্যবস্থা করে ফেলা হয়েছে। এখন শুধু চলছে তদারকি। নানা জেলা থেকে সভায় যোগ দিতে যারা এসেছেন তাঁরা ইকো পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, উত্তীর্ণ–সহ নানা জায়গায় থাকছেন। তাঁদের তিনবেলা পেট ভরে ‘ডিম–ভাত’ খাওয়ানো হচ্ছে। রোজ দু’লক্ষের বেশি ডিমের ব্যবস্থা করতে হচ্ছে।
এদিকে পাঁচদিন আগে থেকে সবাই এসে গিয়েছেন। উত্তর থেকে দক্ষিণ—সব জেলা থেকেই এসে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। এই কদিন ডিম–ভাত মেনু দিয়েই চলছিল। তবে ব্রিগেড সমাবেশের দিন এই ডিম–ভাতের সঙ্গে আরও দুটি পদ থাকবে মেনুতে বলে সূত্রের খবর। আর এই খবর জানতে পেরে অত্যন্ত উৎসাহী দলের কর্মী–সমর্থকরা। গীতাঞ্জলি স্টেডিয়ামে আছেন মালদা, মুর্শিদাবাদ থেকে আসা ৩০ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। তাঁদের তিনবেলার খাবার আয়োজন করা হয়েছে। তবে মেনু একই। ডিম–ভাত তো আছেই। তবে তার সঙ্গে মিলছে ডাল ও একটি ভাজা।
আরও পড়ুন: শাহজাহানের মোবাইল ফোন কোথায়? বিস্ফোরক তথ্য এক্স হ্যান্ডেলে দিলেন শুভেন্দু
অন্যদিকে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে আসা তৃণমূল নেতা–কর্মীরা থাকছেন নেতাজি ইন্ডোরে। সেখানে ৫ হাজার সদস্য জড়ো হয়েছেন। এখানেও মেনু একই। ইকো পার্কে থাকছে উত্তরবঙ্গের সব জেলা এবং উত্তর ২৪ পরগনার একটা অংশের কর্মীরা। এই ক্যাম্পই সব থেকে বড় বলে জানা গিয়েছে। দায়িত্বে আছেন সুজিত বসু, দেবরাজ চক্রবর্তী। প্রায় ৫০ হাজার লোকের থাকার ব্যবস্থা আছে। তিনবেলার খাবার মেনু অন্য ক্যাম্পগুলির মতোই। ডাল, ভাত, ভাজা, ডিমের ঝোল। দফায় দফায় আসছে ডিম। সবজি ও ডালের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।
ব্রিগেডের দিন মেনুতে কী থাকছে? ডিম ভাত তো থাকছেই। তার সঙ্গে যোগ হচ্ছে— মেনুতে নতুন সংযোজন ডাল ও সবজি। ফুলকপির তরকারি থাকছে বলে সূত্রের খবর। তাহলে ডাল, ভাত, ভাজা, ফুলকপির তরকারি থাকছে প্রথমে। তারপরই যোগ হবে ডিমের কারি। সুতরাং ব্রিগেড সমাবেশ বেশ জমকালো হয়ে উঠবে। পেট ভরে খেয়ে শোনা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়–সহ শীর্ষ নেতাদের কথা। বিরিয়ানি কিংবা চিকেন খাওয়ানো খরচ সাপেক্ষ। তবে গরমে এসব খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বেন। তাই এই মেনু ঠিক করা হয়েছে ব্রিগেডের দিনে।