বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মমতার খাসতালুকে পাঁচ তারা হোটেলে তৃণমূলের হাঙ্গামা, জারি হল ১৪৪ ধারা

মমতার খাসতালুকে পাঁচ তারা হোটেলে তৃণমূলের হাঙ্গামা, জারি হল ১৪৪ ধারা

প্রতীকী ছবি।

জল নাকের ওপর উঠে যাওয়ার পরে ময়দানে নামেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, ‘ছোটখাটো একটা ঝামেলা হয়েছিল। আমি ফোনে মিটিয়ে দিয়েছি। ওখানকার ইউনিয়ন দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দেবলীনা বিশ্বাসকে।’ 

মমতার খাসতালুকে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের গোষ্ঠীকোন্দল সামলাতে পাঁচতারা হোটেলে ১৪৪ ধারা জারি করাতে হল কর্তৃপক্ষকে। তবে তাতেও নিয়তি এড়ানো যায়নি, গোষ্ঠীকোন্দলের জেরে ওই পাঁচতারা হোটেলের ম্যানেজারকে দীর্ঘক্ষণ ঘেরাও হয়ে থাকতে হয় বলে অভিযোগ। তবে এই ঘটনার জেরে পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ওদিকে এই ঘটনায়, ‘তৃণমূল নৈরাজ্যের আরেক নাম’ বলে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

কলকাতা আলিপুর এলাকায় ওই পাঁচতারা হোটেলে প্রায় ৬০০ কর্মী রয়েছেন। সেখানে তৃণমূলের ২টি ইউনিয়ন রয়েছে বলে অভিযোগ। এর মধ্যে একটি ইউনিয়নের নেতৃত্ব দেন ফিরহাদ হাকিম, অন্যটির নেতৃত্বে প্রাক্তন এক মন্ত্রী তথা মমতার একদা ঘনিষ্ঠ বিধায়ক। কোন ইউনিয়নের অধীনে থাকা কর্মীদের নিয়োগ করা হবে তা নিয়ে বেশ কয়েকমাস ধরে বিবাদ চলছিল। সম্প্রতি সেই বিবাদ চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝে গত ৩ মে হোটেলে ১৪৪ ধারা জারির আবেদন জানায় হোটেল কর্তৃপক্ষ। ৪ মে আদালত ১৪৪ ধারা জারির নির্দেশ দেয়। অভিযোগ ৫ মে হোটেলের জেনারেল ম্যানেজারকে দীর্ঘক্ষণ বন্দি করে রাখেন কর্মীদের একাংশ। তাঁকে হেনস্থা করেন ও বিক্ষোভ দেখাতে থাকেন। এর পর হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এভাবে চলতে থাকলে কড়া পদক্ষেপ করা হবে।

জল নাকের ওপর উঠে যাওয়ার পরে ময়দানে নামেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, ‘ছোটখাটো একটা ঝামেলা হয়েছিল। আমি ফোনে মিটিয়ে দিয়েছি। ওখানকার ইউনিয়ন দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দেবলীনা বিশ্বাসকে।’ হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনার জন্য হোটেলের পরিষেবায় প্রভাব পড়বে না।

এই ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘তৃণমূল মানেই নৈরাজ্য। পাঁচতারা হোটেলকেও এরা খোঁয়াড়ে পরিণত করেছে। এমনিতেই রাজ্যে শিল্প আসে না। এসব হলে তো শিল্পপতিরাও আসবেন না। এটা খুবই উদ্বেগের।’

 

বন্ধ করুন