রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসতেই সৌমিত্র খাঁ বলেছিলেন, রাজীববাবু একজন বিজনেসম্যান। ওঁর সেরেল্যাক খাওয়া উচিত। এবার যেন সেই মন্তব্যেরই পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডল খাঁ। এবার তৃণমূল কংগ্রেসে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেরাকে নিয়ে তোপ দাগলেন সুজাতা। তবে পুরো বিষোদগার বিজেপিকে কেন্দ্র করেই।
সোমবার সুজাতা খাঁ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আজ যা ভাবি দুনিয়া কাল তা ভাবে। আমি আগেই বলেছিলাম একে একে সবাই তৃণমূল কংগ্রেসেই ফিরে আসবে। রাজীবাবু তো এলেন। আরও কী কী হয় দেখা যাবে। পদ্মই যদি পদ্মবন ছেড়ে আসেন তাহলে বোঝাই যায় পাঁকে কত গন্ধ! রাজীবের আর এক অর্থ তো পদ্ম। তাই না!’
রবিবার ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে তৃণমূল কংগ্রেসে ফেরেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ সুজাতা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়–অভিষেক বন্দ্যোপাধ্যায় উদার মনের মানুষ। তাঁরা এতটাই উদার যে একজন বিশ্বাসঘাতককে ক্ষমা করে দিলেন। ফিরিয়ে আনলেন। দ্বিতীয়বার তাঁকে সুযোগ দিলেন। বিজেপির রথের চাকা তো ধসে পড়েছে। এরপর নির্মূল হবে।’
রাজীবের বিজেপি ত্যাগ গেরুয়া শিবিরকে বিস্তর ভাবিয়েছে। কারণ তাঁকে সর্বভারতীয় কমিটিতে নেওয়ার পরও তিনি দল ছেড়ে দিয়েছেন। এখন বিজেপি রাজ্য সভাপতি থেকে সাংসদ অর্জুন সিং তাঁকে কটাক্ষ করলেও বাস্তবে একজন নেতা কমে গেল। একুশের নির্বাচনে রাজীব পরাজিত হলেও ভাবমূর্তি একেবারে উজ্জ্বল। এই বিষয়ে সৌমিত্রকে সুজাতার খোঁচা, ‘বিষ্ণুপুরে সেভাবে তো বিজেপির আর কোনও জায়গা নেই। সংগঠনের অবশিষ্ট কিছু নেই।’