বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhishek Banerjee at TMCP rally: আমার পদবি মোদী বা চোকসি নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক নই: অভিষেক

Abhishek Banerjee at TMCP rally: আমার পদবি মোদী বা চোকসি নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক নই: অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee at TMCP rally: তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার পদবি মোদী নয়, আমার পদবি চোকসি নয়, আমার পদবি মালিয়া নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমি পালিয়ে যাওয়ার লোক নই।’

কোথায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কোথায় গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ? চোখের চিকিৎসা করতে যখন আমেরিকায় গিয়েছিলেন, তখন সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছিল। বিজেপির ছোট-বড়-মেজো নেতারা কটাক্ষ করেছিলেন যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন অভিষেক। বাদ যাননি বাম, কংগ্রেস নেতারাও। আজ তা নিয়ে ঝাঁঝালো আক্রমণ করলেন অভিষেক। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের জনসভা থেকে তৃণমূল সাংসদ বলেন, ‘আমার পদবি মোদী নয়, আমার পদবি চোকসি নয়, আমার পদবি মালিয়া নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমি পালিয়ে যাওয়ার লোক নই।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের হাইলাইটস

— অভিষেক বন্দ্যোপাধ্যায়: আমি চিকিৎসার জন্য বাইরে গিয়েছি। সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি নাকি আর ফিরব না। দেখেছেন? দেখেছেন? আমার পদবি মোদী নয়, আমার পদবি চোকসি নয়, আমার পদবি মালিয়া নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা নীচু করি না। নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা উঁচু করে লড়তে জানি। মাথা নীচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না।

আরও পড়ুন: শব্দবাজি নয়, সবুজবাজি বানান, টাকা কম হবে, কিন্তু জীবন তো বাঁচবে, ‘পরামর্শ’ মমতার

— অভিষেক বন্দ্যোপাধ্যায়: যাঁরা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেব না, (তাঁরা কোথায় গেলেন?) বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আমায় ঠাকুরবাড়িতে ঢুকতে দেননি। বলেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। চমকানো নেতা দিলীপ ঘোষ নিজে বুথ হেরে গিয়েছেন। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটি দত্তক নিয়েছেন, সেই গ্রামে হেরেছেন। আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো পুরসভা ভোটে নিজের বুথে হেরেছেন।

বন্ধ করুন