আজ সকাল সাড়ে ১০টার কিছু আগেই ইস্ট-ওয়েস্ট গ্রিন লাইন মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা দেখিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন। তবে কবে থেকে ওই অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে, তা নিয়ে ধন্দ আছে। যদিও পরিষেবা সংক্রান্ত বেশ কিছু তথ্য সামনে এসেছে। আনুষ্ঠানিক ভাবে গঙ্গার তলার মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। (আরও পড়ুন: শাহজাহান যাবেন CBI-এর হাতেই? সন্দেশখালি মামলায় শীর্ষ আদালতেও ধাক্কা খেল রাজ্য)
আরও পড়ুন: মোদীর 'সন্দেশখালি ঝড়'-এর আগেই বড় ঘোষণা মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী?
এদিকে আজকে কলকাতার আরও দু'টি রুটের সম্প্রসারিত অংশের মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে গঙ্গার নীচে দিয়ে মেট্রো যাত্রায় সামিল হন প্রধানমন্ত্রী। যাত্রাকালে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা যায় মোদীকে। মোদীর মেট্রো যাত্রার ভিডিয়ো পোস্ট করে সংবাদসংস্থা এএনআই। সেই ভিডিয়োতে দেখা যায়, প্রধানমন্ত্রী হাতছানি দিয়ে পড়ুয়াদের নিজের পাশে ডেকে নেন। হাসিমুখে তাদের সঙ্গে কথা বলেন। বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেন। পড়ুয়াদের হাতে সেই সময় জাতীয় পতাকা ছিল।
আরও পড়ুন: বারাসতের পথে মোদী, সভায় যোগ দিতে পারল না 'সন্দেশখালি'
এদিকে জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো রুটে গঙ্গার তলার অংশ ৫২০ মিটার দীর্ঘ। যখন গঙ্গার তলা থেকে মেট্রো যাবে, তখন যাত্রীরা যাতে সেটা বুঝতে পারেন, তার জন্য টানেলে নীল আলো জ্বলবে। হাওড়া স্টেশন থেকে টিকিট কাটলে কলকাতা শহরের যে কোনও জায়গায় পৌঁছে যাওয়া যাবে মেট্রো করে। এসপ্ল্যানে এসে মেট্রো বদল করেই সেই একই টোকেনে যাত্রা করা যাবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। রিপোর্টে দাবি করা হয়েছে, হাওড়া থেকে হাওড়া ময়দান থেকে যেতে ভাড়া লাগবে পাঁচ টাকা। হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর এবং নোয়াপাড়া যেতে খরচ পড়বে ৩০ টাকা। হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজার যেতে খরচ পড়বে ২৫ টাকা। হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড যেতে লাগবে ২০ টাকা। হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দান পর্যন্ত যেতে লাগবে ১৫ টাকা করে। হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক যেতে ২০ টাকা। (আরও পড়ুন: দেশজুড়ে মোদীর গ্রহণযোগ্যতা বেড়ে ৭৫ শতাংশ, পূর্ব ভারতে তা কত? যা দাবি সমীক্ষার…)
আরও পড়ুন: '২০২৬ পর্যন্ত টিকবে না তৃণমূল সরকার', '১-২ জনের গ্রেফতারি' নিয়ে বিস্ফোরক অভিজিৎ
এদিকে হাওড়া থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) এবং নেতাজি (কুঁদঘাট) যেতে ২৫ টাকা। হাওড়া থেকে মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী), গীতাঞ্জলি (নাকতলা), কবি নজরুল (গড়িয়া বাজার), শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) এবং কবি সুভাষ (নিউ গড়িয়া) যেতে ৩০ টাকা। হাওড়া থেকে সত্যজিৎ রায় যেতে ৩৫ টাকা। হাওড়া থেকে জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত যেতে ৪০ টাকা। এবং হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়) যেতে ৫০ টাকা লাগবে। এদিকে রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার কয়েকদিনের মধ্যেই পরিষেবা শুরু করে দেওয়া হবে। আর তখন ১০ বা ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চলতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে। সূত্রের খবর, সকাল ছ'টা ৩০ মিনিট নাগাদ পরিষেবা শুরু হতে চলেছে। শেষ মেট্রো চলতে পারে রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত।