গতকাল গ্রুপ-ডি আন্দোলনকারীদের মিছিলে যোগ দিয়েছিলেন ডিএ আন্দোলনকারীর অন্যতম মুখ ভাস্কর ঘোষ। সেই মিছিল থেকেই ভাস্করবাবুকে জোর করে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। এই আবহে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। এদিকে এক ভিডিয়ো বার্তায় ভাস্করবাবু পুলিশি দুর্ব্যহারের বর্ণনা করেন। সেখানে দেখা যায়, তাঁর পঞ্জাবি ছেঁড়া। সেই ভিডিয়ো বার্তা পোস্ট করে ডিএ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে ভিডিয়ো বার্তায় ভাস্করবাবু বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি পুলিশ এভাবে আন্দোলনকারীদের ওপরে হামলা চালিয়েছে। (আরও পড়ুন: '১৫ লাখের অপেক্ষায় অনেকে ওপরে চলে গেছে', মোদীর 'প্রতিশ্রুতি' নিয়ে বেলাগাম দিলীপ)
আরও পড়ুন: 'ভারতের প্রবৃদ্ধির হার হবে ৮%', দাবি ডিরেক্টরের, 'আমাদের কথা নয়', বলল IMF
আরও পড়ুন: এবছর গ্রীষ্মে আকাশ ছোঁবে শাকসবজির দাম? আগাম ইঙ্গিত RBI গভর্নরের
এদিকে আজ সকালে ভাস্কর ঘোষের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে এই ঘটনার নিন্দা জানান বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি বলেন, 'এটাই তো প্রথম নয়। এই সরকার শুধু হিংসা আর দুর্নীতিই দিয়েছে মানুষকে। তাছড়া আর কিছু দিতে পারেনি। আপনি কিছু চাইলে আপনাকে গলা ধাক্কা দেওয়া হবে, কেস করা হবে, অপমান করা হবে। এর আগেও ডিএ নিয়ে দাবি তোলায় একই ঘটনা ঘটেছিল। মহিলাদের পর্যন্ত রেয়াত করা হয়নি। আমরা দেখেছি, ওরা রাস্তায় জলে, কাদায় শুয়ে আছে। আর কী বাকি রেখেছেন? একটা গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলনে তাঁদের কথা শোনার কেউ নেই। ভাস্কর বাবুদের লড়াই থামবে না। এই লড়াই এই অত্যাচারী শাসককে একদিন সঠিক পথে নিয়ে আসবে। পুলিশ অযৌক্তিক কথা বলছে। তাঁরা কেউ পুলিশকে মারতে যায়নি। পুলিশ ওদের আন্দোলনে বাধা দিয়েছে। পুলিশের বিরুদ্ধে কেস হাওয়া উচিৎ। গণতান্ত্রিক আন্দোলনের গলা টিপে ধরলে মানুষ বিচার করবে।' (আরও পড়ুন: বাংলার ৩ আসনে জিততে পারে বাম, কঠিন লড়াই আরও তিনে, দাবি ISI অধ্যাপকদের সমীক্ষায়)
আরও পড়ুন: স্টক মার্কেটে উত্থানের ফল, ২৮% সম্পদ বৃদ্ধি রাহুলের, কোন কোন শেয়ারে ঢেলেছেন টাকা
এদিকে ভাস্করবাবুর ভিডিয়ো বার্তা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, 'পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার একশো বারো। এই স্লোগানের সূচনা গত শতাব্দীর সাতের দশকে। সেই সময় পুলিশি বর্বরতার বিরুদ্ধে এই স্লোগান তোলা হয়েছিল। সেই স্লোগানের মাধ্যমে পুলিশকে মনে করানো হত যে মানুষকে মারধর করলেও তাদের বেতন ১১২ টাকাই থেকে যাবে। আর এখন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ তাদের ন্যায্য ডিএ পায় না। তবুও তারা বঞ্চিত চাকরি প্রার্থী ও ডিএ আন্দোলনকারীদের মারধর করে। প্রয়োজনীয় অনুমতি নিয়েই এ দিন পশ্চিমবঙ্গ গ্রুপ-ডি সরকারি চাকরি প্রার্থীদের তরফে একটি সমাবেশের আয়োজন করা হয়। তারপরও পুলিশ হঠাৎ করেই অংশগ্রহণকারীদের মারধর করে। সেখানে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্করের সঙ্গেও পুলিশ দুর্ব্যবহার করে ও বেআইনিভাবে পুলিশ গ্রেফতার করে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পুলিশের বর্বরতাকে অস্ত্র বানিয়েছেন। এ দিনের ঘটনায় মমতার উদ্বেগের বিষয়টি ধরা পড়েছে। মমতা শিগগিরই ক্ষমতাচ্যূত হওয়ার আশঙ্কা করছেন।'