টুকটাক কাঁটাছড়া মানুষের চলতে–ফিরতে লেগেই থাকে। আবার সামনে আসছে শীতের মরশুম। তখন শুষ্ক ত্বকের সমস্যা দেখা দেবে। আর এই সমস্ত সমস্যার সমাধান দশকের পর দশক ধরে করে আসছে বোরোলিন। তাই এটাই বাঙালির একমাত্র ভরসার অ্যান্টিসেপ্টিক ক্রিম। সবুজ রঙের টিউবের ভিতরের থাকা সাদা ক্রিম দাড়ি কামানোর সময় কেটে গেলেও ব্যবহার করা হয়। কিন্তু বোরোলিনের গুণগত মানের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান রয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে ‘মিলন উৎসব’ সভায় সেই কথাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে মিষ্টির বিষয়ে নানান কথা এবং বিখ্যাত কয়েকটি মিষ্টির কথা শোনা যায় তাঁর মুখে। চারটি মিষ্টি হাব গড়ে তোলার কথাও বলেন। জমি দেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই তাঁর মুখে শোনা যায় বোরোলিন প্রসঙ্গ। কেমন করে তাঁর টিপসে বোরোলিনের বিক্রি বেড়েছে সেটা প্রকাশ্য সভায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এমনকী বোরোলিন নির্মাতাদের ডেকে পাঠিয়ে তাঁদের এই ক্রিমে বেশ কিছু বদল আনার পরামর্শ দিয়েছিলেন বলেই জানান মুখ্যমন্ত্রী। এবার তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা টিপ্পনি কাটতেও শুরু করেছেন বলে খবর।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? মিষ্টি হাব তৈরির কথা বলতে গিয়েই বোরোলিন নিয়ে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমরা সবাই বোরোলিন ব্যবহার করে থাকি। আমার ঠোঁট শুকিয়ে গেলে আমিও বোরোলিন ব্যবহার করি। একদিন আমি অরূপকে বললাম ওঁদের ডেকে নিয়ে আয়। আমি ওঁদের বললাম বোরোলিনের যে টিউব ও কৌটোগুলি রয়েছে তাতে ক্রিমটা আঠার মতো লাগছে। তাই বোরোলিনের বিক্রি কমছে। আমি ওঁদের বলি, বোরোলিনটা আরও সফট করুন। যাতে ঠোঁটে দিলে অনুভবই না হয়।’
আরও পড়ুন: তৃণমূল বুথ সভাপতির বাড়িতে ঢুকে গুলি ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, কারা করল?
আর কী বলেছেন মুখ্যমন্ত্রী? এখন বোরোলিন আরও নানারকমের বের হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকে বোরোলিনের কোম্পানি চন্দনের বোরোলিন বের করেছে। ভ্যানিলা বোরোলিন বের করছে। আগের বোরোলিনের সঙ্গে এখনকার বোরোলিনের অনেক তফাত আছে। আমি ওঁদের চন্দনের আইডিয়াটা দিয়েছিলাম। প্রথম তৈরি করে কেমন হয়েছে জানানোর জন্য আমার কাছে পাঠিয়েছিল। আমি দেখলাম বিউটিফুল হয়েছে। চন্দনের কালার ব্যবহারের সঙ্গে সুন্দর গন্ধটাও বেরবে। একটা আইডিয়াতেই বোরোলিনের বাজার হু হু করে বেড়ে গিয়েছে। ব্যবসায় এই ছোট ছোট টিপসে অনেক কিছু করা যায়।’ লিক্যুইড বোরোলিনের কথাই সম্ভবত তিনি বলেছেন বলে মনে করা হচ্ছে।