নথি জাল করে চাকরি দুর্নীতি মামলায় ফের একবার সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, সিআইডি শুধুমাত্র রিপোর্টের পর রিপোর্ট দিয়ে চলেছে কিন্তু কাজের কাজ কিছু করছে না।
মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলের ভুগোলের শিক্ষক অনিমেশ তিওয়ারির বেআইনি নিয়োগের তদন্তে রাজ্যে আরও এই ধরণের নিয়োগ জালিয়াতির ঘটনার কথা উঠে এসেছে। ভুয়ো নথির ভিত্তিতে যে নিয়োগ হয়েছে তা মেনে নিয়েছে SSC-ও। এই মামলায় সিবিআই তদন্তের দাবি করে আদালতের দ্বারস্থ হন জনৈক চাকরিপ্রার্থী। কিন্তু গত জানুয়ারি মাসে আদালত সিআইডি তদন্তের নির্দেশ দেয়। সেই থেকে এখনও পর্যন্ত আদালতে ৬টি রিপোর্ট পেশ করেছে সিআইডি।
এদিন বিচারপতি বসু বলেন, সিআইডি শুধু রিপোর্ট দিয়ে চলেছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তার কোনও উল্লেখ নেই। তিনি আরও বলেন, অভিযুক্ত অনিমেশ তিওয়ারি হিমাচল বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি লাভ করেছেন বলে নথি জমা দিয়েছেন। সেই নথিও জাল। তাহলে বিষয়টা রাজ্যের সীমানার বাইরে চলে যাচ্ছে। এরকম হলে তো আবেদনকারীর দাবি মেনে নেওয়াই সঙ্গত। এদিন তদন্তে একাধিক গাফিলতি তুলে ধরেন বিচারপতি বসু। প্রায় সব ক্ষেত্রেই বিচারপতির পর্যবেক্ষণ মেনে নিতে বাধ্য হন সিআইডির আইনজীবী।
এদিন বিচারপতি বসু সিআইডির এডিজিকে বলেন, আপনার ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, এই দুর্নীতির পিছনে বিশাল পরিকল্পনা রয়েছে। নইলে নকল নথি দিয়ে একজন চাকরি পেয়ে বেতন পেল কী করে?