বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাড়িতে সপরিবারে আড়ম্বরহীন শ্যামাপুজো মুখ্যমন্ত্রীর, খুনসুটি অভিষেক–পুত্রের সঙ্গে

বাড়িতে সপরিবারে আড়ম্বরহীন শ্যামাপুজো মুখ্যমন্ত্রীর, খুনসুটি অভিষেক–পুত্রের সঙ্গে

মমতা ইংরেজি ও বাংলা ভাষায় টুইটে লিখেছেন, ‌‘‌সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। সবাই মিলে আনন্দ করুন, কিন্তু দূরত্ববিধি মেনে। মাস্ক পরুন, সাবধানে থাকুন।’‌